লাইভ ট্রেডিং এর সাথে যত ডেমো এবং অনুশীলন করা যাবে তত ভাল করা যাবে

0
470

ডেমো অনুশীলন আপনার অভিজ্ঞতার ভিত্তি শক্ত করে এতে কোন সন্দেহ নেই নতুনদের রিয়েল ট্রেড করার আগে কমপক্ষে ৩/৪ মাস ডেমো অনুশীলন করা উচিত শুধু ডেমোই নয় নতুনদের ভালো করে এনালাইসিস করা, লোভ ও ইমোশন কন্ট্রোল করে একটি নির্দিষ্ট ফরমেটে ট্রেড করা উচিত, মনে রাখতে হবে ফরেক্সে টিকে থাকতে হলে অভিজ্ঞতার বিকল্প কিছু নেই। Live account কম ব্যাল্যান্স এর ১টা অ্যাকাউন্ট এর পাশে আপনি চাইলে Demo তে ও ট্রেড করতে পারেন। তবে মনে রাখতে হবে লাইভ অ্যাকাউন্ট এ যেনো বেশী লস না হয়। অ্যাকাউন্ট এ প্রফিট হোক বা না হোক , লাইভ অ্যাকাউন্ট এর ব্যাল্যান্স লস করা যাবে না । লস থেকে বাচার জন্য Demo account এ ট্রেড করতে পারেন। আর আপনার যদি লাইভ অ্যাকাউন্ট এ লস হতে থাকে তাহলে আবার Demo তে practice শুরু করতে পারেন। এতে আপার টাকা লস হবে না আর আপনি ফরেক্স এ ট্রেড পারবেন।

LEAVE A REPLY