লস/অভিজ্ঞতার অভাব Forex market

0
468

অনেক ই বলে থাকেন আমার শুধু লস ই হয় । তাদের জন্য পরামর্শ ।

আপনার জন্য আমার প্রথম পরামর্শ হলো আপনি এই মুহূর্তে লাইভ ট্রেডিং থেকে বিরত থাকুন। হ্যাঁ লাইভ ট্রেডিং থেকে বিরত থেকে ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং প্র্যাকটিস করুন। সেইসাথে অতীতে যে লস গুলো করেছেন এই লসগুলো কেন হয়েছে সে কারণগুলো সঠিকভাবে খুঁজে বের করুন এবং নিজেকে সেই বিষয়গুলোতে অভিজ্ঞ করে তুলুন। এবং ততদিন পর্যন্ত ডেমো একাউন্টে ট্রেডিং প্র্যাকটিস করুন যতদিন পর্যন্ত ডেমোতে ম্যাক্সিমাম ট্রেড থেকে প্রফিট করতে সক্ষম হচ্ছেন।এভাবে ডেমো একাউন্ট এ ট্রেডিং প্র্যাকটিস করার মাধ্যমে যখন নিজেকে দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারবেন অর্থাৎ বেশিরভাগ ট্রেড থেকে প্রফিট করতে পারবেন ঠিক তখনই সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে মানি ম্যানেজমেন্ট মেনে লাইভ ট্রেডিং শুরু করতে পারেন। আশা করি তাহলে ফরেক্স ট্রেডিং থেকে লস এড়িয়ে প্রফিট করতে পারবেন। আর বেশী লস হলে লাইভ ট্রেডিং করা থেকে বিরতি থাকুন। ছোট ছোট লস গুলো হিসাব করলে বড় লস হয়ে থাকে। তাই যদি লস হতে থাকে তাহলে লাইভ ট্রেডিং বন্ধ রাখুন। আপনি চাইলে Invest এ আসতে পারেন। প্রতি মাসে ভালো amount এর প্রফিট/লাভ আপনাকে দেওয়া হবে। অল্প সময় আপনার invest এর টাকা চলে আসবে তখন শুধু প্রফিট এর থাকা দিয়ে প্রফিট নিতে পারবেন।

LEAVE A REPLY