ভুল সিদ্ধান্ত নিয়ে লসের সম্মুখীন না হতে করণীয়!

0
117
Earn money

বেশীরভাগ নতুন ট্রেডার তাদের ট্রেডিং এর জন্য জটিল ইন্ডিকেটর বেইজড ট্রেড স্ট্রেটেজি ফলো করে থাকে। আর ইন্ডিকেটর বেইজড ট্রেড কৌশল বিভিন্নভাবে স্থাপন করতে হয়। আমার জানামতে, ইন্ডিকেটর বেইজড স্ট্রেটেজিতে একের অধিক ইন্ডিকেটর ব্যবহার করতে হয় যার ফলে একেকটি ইন্ডিকেটর একেকটি দিকে (বাই/সেল) ইন্ডিকেট করে, এতে করে একজন ট্রেডার বেশীরভাগ সময় অনায়াসে ভুল সিদ্ধান্ত নিয়ে লসের সম্মুখীন হয়।

অসংখ্য ইনডিকেটর রয়েছে অথচ সেগুলো কখোনোও আপনার ভবিষ্যত এন্ট্রী সম্পর্কে সুস্পষ্ট কিছুই নির্দেশ করতে পারবে না৷অবশ্যই ফ্লাটফর্ম থেকে ট্রেন ছাড়ার পূর্বেই আমাদের কে ট্রেনে উঠে নিজের সিটে বসতে হয়৷ট্রেন ছেড়ে দেওয়ার পরে নয় ৷ মার্কেট প্রাইসও ঠিক এইভাবে আপ ওয়েতে বা ডাউন ওয়েতে চলে যাওয়ার আগেই আমাকে ট্রেডে এন্ট্রী করতে হবে ৷ তাই এক্ষেত্রে যেকোনো ইনডিকেটর তেমন কিছুই বলতে পারবে না যে প্রাইস এখন আপে যাবে না কী ডাউনে যাবে ৷ কিছু টেকনিক্যাল এনালাইসিসের জন্য এগুলোর মাধ্যমে আপনি কিছু ধারনা নিতে পারবেন। আর ধারনা থেকে ট্রেড করতে পারবেন। ফরেক্স মার্কেট এ টেকনিক্যাল এনালাইসিসের মাধ্যমে অনেক ট্রেডার ই প্রফিট করে থাকেন ।

EARN MONEY

LEAVE A REPLY