ফরেক্স মার্কেট সেশন বলতে কি বুঝায়? তৃতীয় অংশ

0
519

এখন আমি এই উপরের চার্টটি দেখিয়ে বললাম কোন সেশনে কোন পেয়ারের এভারেজ মুভমেন্ট কত পিপস।

দেখা যাচ্ছে লন্ডন  সেশনটাই তে বেশি মুভমেন্ট হয়ে থাকে।  আর আমার কাছে লন্ডন  সেশনটাতে আমি বেশি ট্রেড করে থাকি। আমার কাছে লন্ডন সেশন টা প্রিয়।

এবার ফ্রেন্ড রা বলল ফরেক্স সেশন গুলো আরো বিস্তারিত বলতে । তাদের জন্য সুবিধা হবে। তাই টকিয়ো সেশন দিয়ে শুরু করলাম

টকিয়ো সেশন
বাংলাদেশ সময় ভোর ৬:০০ টায় টকিয়ো সেশন শুরু হয় এবং দুপুর ৩:০০ টায় টকিয়ো সেশন শেষ হয়।
টকিয়ো সেশন টা এশিয়ান সেশন নামেও পরিচিত।  কারন টা হচ্ছে টকিয়ো কে এশিয়ার অর্থনৈতিক রাজধানী হিসেবে দরা হয়।  আর জাপান হল পৃথিবীর ৩য় বৃহত্তম ফরেক্স ট্রেডিং সেন্টার। আর আমরা অনেকেই জানি জাপান এর ইয়েন হচ্ছে পৃথিবীর ৩য় সর্বাধিক ট্রেডকৃত কারেন্সি।
ফরেক্স এর বিশাল অংকের ১৬.৫০% লেনদেন ই হয় ইয়েনের। এবং আরো জানলে অবাক হতে পারেন সকল ফরেক্স লেনদেন এর ২১% হয় এই টকিয়ো সেশনে। Work with home purchasers to save fees and charges when selling a basic property. One way they save you money is by not charging commission or closing costs. Visit https://www.cashhomebuyers.io/new-jersey/cash-house-buyers-edison-nj/.
টকিয়ো সেশনের কিছু বিশেষ বৈশিষ্ট্য আমি ওকে বলেছিলাম। সেগুলো হলঃ
  • এই সেশনের যে শুধু জাপানের অবদান থাকে তাই নয়, হংকং, সিঙ্গাপুর, সিডনী ইত্যাদি অঞ্ছলেও অনেক অর্থনৈতিক লেনদেন হয় যা এই সেশনে প্রভাব ফেলে।
  • জাপান মূলত রপ্তানি নির্ভর দেশ। চায়নারও এখানে ভালো অবদান রয়েছে। কেন্দ্রিয় ব্যাংক এবং এক্সপোর্টাররা এখানে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
  • মাঝে মাঝে মার্কেটে ভোলাটিলিটি এতও কমে যায় যে ট্রেডারদেরকে ট্রেড করার জন্য মাছ ধরার বরশি নিয়ে অপেক্ষা করার মত বসে থাকতে হয়।
  • মূলত এশিয়ান পেয়ারগুলোতে অন্য পেয়ারগুলোর তুলনায় বেশি মুভমেন্ট দেখা যায়। যেমন eur/usd, gbp/usd এর তুলনায় aud/usd, nzd/usd তে মুভমেন্ট বেশি হয়।
  • এই কম ভোলাটিলিটির সময় বেশিরভাগ পেয়ার একটি রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে, যা কিনা দিনের পরবর্তী সময়ে ব্রেকআউট ট্রেডের সুযোগ সৃষ্টি করে।
  • এই সেশনের শুরুতেই সাধারনত মুভমেন্ট বেশি হয়, কারন তখনই অর্থনৈতিক নিউজগুলো বেশি পাবলিশ হয়।
  • টকিয়ো সেশনের মুভমেন্ট দেখেই ট্রেডাররা সাধারনত পরবর্তী সেশনে ট্রেড করার স্ট্রাটেজি ঠিক করে।
  • সাথেই থাকুন পরের অংশের জন্য
  • ধন্যবাদ
  • ফরেক্স শিখতে এই  লিংক এ clik করুন

LEAVE A REPLY