ধৈয্য, পরিশ্রম করে ফরেক্স করলে কি সফলতা পাওয়া সম্ভব?

0
144

অনেক লেখাপড়া করে। অনেক কষ্ট করে,ধৈর্য্য ধরে ফরেক্স ট্রেডিং যদি ভালো ভাবে শিখতে পারেন। তাহলে প্রফিট আপনার পেছনে ছায়ার মত দৌড়াবে৷ কোনো সন্দেহ নাই৷ ফরেক্স ট্রেডিং এর বেসিক থিউরীগুলো শিখতেই ৬ মাস যাবে৷ তারপর নানা রকম লাল-নীল রঙ্গের ট্রেডিং স্ট্রেট্যাজী কালেক্ট করতে করতে আরোও ৬ মাস লাগবে৷ কোন্ কোন্ স্ট্রেট্যাজী আপনার জন্য উপযুক্ত সেগুলোকে ডেমো প্র্যাকটিসে প্রয়োগ করে করে নিশ্চিত হতে সময় লাগবে ৷তারপর আরোও ১ বছর সময় লাগবে রিয়েল ট্রেডিং করবেন সে্ন্ট বা মাইক্রো একাউন্টে৷এভাবেই ঠিক ৩ বছর নিয়মিত স্টাডির পর একজন আসল ট্রেডার হিসাবে নিজেকে তৈরী করা সম্ভব৷এর ব্যতিক্রম হলেই মার্কেটে টিকে থাকা ও লাভ করা খুব কঠিন,প্রায় অসম্ভব৷

OPEN AN ACCOUNT

LEAVE A REPLY