স্প্রেড বলতে কি বুঝায়?

0
4599
Forex study bangla-forex.com

আমরা দেখি একটা ট্রেড ওপেন করলেই ট্রেড টা কিছুটা লসে ওপেন হবে। এই যে কিছুটা লসে ওপেন হওয়া এটাকে স্প্রেড বলে।  ফরেক্স ব্রোকার সাধারনত ট্রেড ওপেন করার জন্য এই চার্জ টা নিয়ে থাকে।

আপনি একটি ট্রেড ওপেন করলেন ১.৭৪৪৫ এ GBPUSD বাই করলেন, কিন্তু ট্রেডটি ওপেন হলো ১.৭৪৪৯ এ তার মানে ব্রোকার আপনার কাছ থেকে ৩ পিপস ফি কাটলো।

আপনি যদি $ ১ পিপস লট ভ্যালু দিয়ে ট্রেড টি ওপেন করেন তাহলে ট্রেডটি $৩ লসে ওপেন হবে দেখবেন।

ফরেক্স ট্রেডিং চার্ট এ সব পেয়ার এর স্প্রেড এক রকম না। ভিন্ন ভিন্ন পেয়ার এর স্প্রেড ভিন্ন রকম ।

আবার সব ব্রোকার এর স্প্রেড ও এক রকম না ব্রোকার তার নিয়ম অনুযায়ী স্প্রেড বসিয়ে থাকে কম বেশি।

যেমন Instaforex এ EURUSD এর স্প্রেড ৩ পিপস। কিন্তু Exness এ স্প্রেড ১ পিপস । আবার কিছু ব্রোকার এর নির্দিষ্ট পেয়ার এ স্প্রেড ৩০ পিপস পর্যন্ত আছে। তাই কোন পেয়ার এ স্প্রেড কত পিপস না জেনে ট্রেড করবেন না । স্প্রেড জেনে ট্রেড করা উচিত।

ফরেক্স শিখতে এই  লিংক এ clik করুন

What does spread mean?

When we open a trade, we will open a trade in some lace. This is something that is open in lace called spread. The forex broker generally takes this charge to open the trade.

You open a trade by 1. GBPUSD by 1.7445, but the trade is open at 1.7449 which means broker charges 3 pips from you.

If you open the trade with $ 1 pips lot value then the trade will be open at $ 3 los.

All pairs of spreads on forex trading chart are not the same. The spread of different pairs is different.

All the broker’s spreads and the broker is not the same, as per their rules spreads are less.

Such as EURUSD’s spread of 3 pips on Instaforex. But spreads in Exness 1 pips. Some brokers have a specific pair of spreads up to 30 pips. So do not trade any pearls without knowing the number of pips. Knowing the spread should trade.

ফরেক্স শিখতে এই  লিংক এ clik করুন

LEAVE A REPLY