টাইমফ্রেম বলতে কি বুঝায়?

0
1302

টাইমফ্রেম এর মাধ্যমে আমরা ৫ মিনিট থেকে শুরু করে ১৫ মিনিট , ৩০ মিনিট ১ ঘণ্টা ৪ ঘণ্টা ১ সপ্তাহ বা ১ মাস এর প্রাইস কত টুকু বেড়েছিল বা কমেছিলো তা জানা যায় টাইমফ্রেম এর মাধ্যমে।

১.  ক্যানডেলটি এর প্রাইস টি কথায় থেকে শুরু হয়েছে তা দেখতে পারবেন।

২. ক্যানডেলটি  কথায় ক্লোজ হলো তা দেখতে পারবেন।

৩. ১ ঘণ্টায় প্রাইস কত বেড়েছিলো
৪. ১ ঘণ্টায় প্রাইস কত কমেছিলো তা আপনি দেখতে পারবেন।

নিচে বেশ কিছু টাইমফ্রেম দেওয়া হলো এই টাইমফ্রেম গুলো MT4 এ বেশি ব্যাবহার হয়ে থাকে । এ ছাড়াও MT5 টাইমফ্রেম এ আপনি আপনার ইচ্ছা মত টাইম পছন্দ করে ট্রেড করতে পারবেন যদিও MT5 বেশী ব্যাবহার হয় না।

1. M1
2. M5
3. M15
4. M30
5. H1
6. H4
7. D1
8. W1
9. MN

আপনি যে কোন একটি টাইম ফ্রেম এর কোন একটি ক্যানডেল যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার ট্রেড এর সময় মুভমেন্ট টা ।

এই চার্ট এর ছবিটা হচ্ছে ৪ ঘণ্টার । এই চার্ট এ ৪ ঘণ্টার প্রাইস অ্যাকশন ।

কোন টাইমফ্রেম এ আপনি ট্রেড করবেন?

আপনি হয়তো চিন্তা করছেন আপনি কোন টাইম ফ্রেম এ ট্রেড করবেন। এইটা নির্ভর করে আপনার উপর।

আপনি কি ভাবে ট্রেড করবেন , ফরেক্স  এ সময় এর ও একটা ব্যাপার আছে। তাই আপনি কোন সময় ট্রেড করবেন কত টুকু সময় দিবেন ফরেক্স ট্রেড এর জন্য তা আপনার উপর নির্ভর করে , যদি কম সময় ট্রেড করতে চান তাহলে কম সময়ের টাইম ফ্রেম নির্বাচন করতে হবে। যেমন ১ মিনিট , ৫মিনিট , ১৫ মিনিট

৩০ মিনিট এর,

আর যদি আপনি বেশি সময়ে নিয়ে ট্রেড করতে চান তাহলে আপনাকে বেশি সময়ের টাইমফ্রেম নির্বাচন করতে হবে যেমন ১ ঘণ্টা ৪ ঘণ্টা ১দিন এর ।

যদি সুইং বা পজিশন  ট্রেড ক্রতে চান তাহলে সপ্তাহ বা মাসের টাইমফ্রেম দেকতে হবে।

ফরেক্স শিখতে এই  লিংক এ clik করুন

What is the meaning of timeframe?

Through the timeframe, we can tell you how much the price has increased or decreased from 5 minutes to 15 minutes, 30 minutes 1 hour 4 hours, 1 week or 1 month, through timeframe.

1. You can see that the price of the canadlite starts from the words.

2. Can you see the candle closure?

3. How much did the price rise in 1 hour
4. You can see the price decreased in an hour.

Below are some timframs that these timframs are used more in MT4. In addition, the MT5 timfram allows you to trade in a timepiece choice, though MT5 is not used much.

1.M1
2.M5
3. M15
4. M30
5. H1
6. H4
7. D1
8. W1
9. MN

If you see a candle of any one of the time frames, then you can understand the movement during your trade.

The image of this chart is 4 hours. This 4-hour price action on this chart.

What timeframe do you trade?

You might think you do not trade at any time frame. It depends on you

How do you trade, it’s a matter of time at Forex. So you will be able to trade at any time, for the forex trading, it depends on you, if you want to trade less time then choose a short time frame. Such as 1 minute, 5 minutes, 15 minutes

30 minutes,

And if you want to trade more time, you will have to choose more timeframe such as 1 hour 4 hours 1 day.

If you want to swing or position the trade, then the timeframe of the week or month will be done.

ফরেক্স শিখতে এই  লিংক এ clik করুন

LEAVE A REPLY