ডেমো এবং রিয়াল অ্যাকাউন্ট এর মধ্যে পার্থক

0
241

ডেমো এবং রিয়াল অ্যাকাউন্ট এর মধ্যে আমারা কেবল একটি পার্থক্য খুজে পাই আর তা হল আমারা ডেমোতে নকল ডিজিট ডলার দিয়ে ট্রেড করি আর আরেকটিতে আসল ডলার। একারনে দেখা যায় অনেকি ডেমো অ্যাকাউন্টকে তেমন গুরুত্ত সহকারে নেয়না সুতরাং দেখা যায় যখন তারা রিয়াল অ্যাকাউন্ট এ ট্রেড করতে যায় তারা সামান্য লস করলেই ঘাবড়ে যায় এবং সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারে না। তাই ডেমো অ্যাকাউন্ট কে রিয়াল অ্যাকাউন্ট এর মত দেখলে হবে না। ডেমো অ্যাকাউন্ট এ আসলে Just কিছুদিন ট্রেড কি ভাবে করে এটা বুঝার জন্য ব্যাবহার করতে পারেন। তবে ডেমো অ্যাকাউন্ট এ বেশিদিন ট্রেড করলে লস। ডেমো অ্যাকাউন্ট এর ট্রেড বাস্তবে তেমন কাজ এ আসে না। মনে করেন ডেমো অ্যাকাউন্ট এ ব্যাল্যান্স ছিলো ১০০০$ ডলার আর আপনি প্রফিট করলেন ১০০০০ $ ডলারস । অনেক প্রফিট তাই না। বাস্তবে কিন্তু এমন কিছুই না। সব ই ডেমো অ্যাকাউন্ট এর ব্যালান্সে , আর আপনি রিয়েল অ্যাকাউন্ট এ প্রফিট তেমন করতে পারবেন না। অল্প প্রফিট হলেই ট্রেড টি Close করে দিবেন। ডেমো অ্যাকাউন্ট এমন করবেন না। কারন ডেমো অ্যাকাউন্ট এর ব্যাল্যান্স লস হলেই কি আর লাভ হলেই কি। আমাদের বেশীরভাগ মানুষ এর ডেমো অ্যাকাউন্ট এ প্রফিট হয়ে থাকে। রিয়েল অ্যাকাউন্ট এ কি হয় ZERO । তাই ডেমো অ্যাকাউন্ট এ বেশিদিন ট্রেড না করাই ভালো । কিছুদিন ডেমো তে ট্রেড করে রিয়েল এ শুরু করে দেন। আর না হলে কিছুই শিখতে পারবেন না

Open an account

LEAVE A REPLY