অভিজ্ঞ ট্রেডাররা কখন ট্রেড করে?

0
437

আমি মনে করি অভিজ্ঞা ট্রেডার এই জানে জে কখন ট্রেড করা আমার জন্য ভলো। কারন সেই একমাত্র জানে যে মার্কেট থেকে সে কখন লাভ করতে পারবে। তাই এই প্রশ্ন উত্তর একমাত্র অভিজ্ঞা ট্রেডার ওই দিতে পারবে। আর আমি মনে করি অভিজ্ঞা ট্রেডার কোন নির্দিষ্ট সময় নেই তারা যখন বোঝে যে মার্কেট এখন অনেক পরিবর্তন হতে পারে তখনই যে ট্রেড করে থাকে এবং তখনই সে লাভ করে। অভিজ্ঞ ট্রেডার মার্কেট দেখে বুঝতে পারে তার কখন ট্রেড করা উচিত। কখন Entry নিলে ট্রেড টি সঠিক হবে । কখন ট্রেড করা উচিত না। অভিজ্ঞ ট্রেডার আগে মার্কেট টা দেখেন। ফরেক্স MT4 chart টা কে Analysis করেন। যদি সব কিছু তার Strategy মত ঠিক থাকে তাহলে সে ট্রেড ওপেন করেন। আর যদি তার Strategy এর সাথে না মিলে , তাহলে সে অপেক্ষা করেন। মার্কেট কিন্তু সব সময় এক রকম থাকে না। তাই অভিজ্ঞ ট্রেডার আগে MT4 টা Analysis করেন , যখন Movement শুরু হয় তখন সে ট্রেড শুরু করেন। এই ভাবে অভিজ্ঞ ট্রেডার ট্রেড করে থাকেন।

Open an account

LEAVE A REPLY