লট/ভলিউম বলতে কি বুঝায় ?

0
3407

আসলে লট/ভলিউম টা কি?

লট ব্যাপারটি একটা সাধারন বিষয় । ট্রেড করার সময় লট টা আপনি সহজ ভাবেই দেখতে পারবেন, কিন্তু আপনি যখন ইউনিটের হিসাব করতে যাবেন , তখন আপনার কাছে কিছুটা জটিল মনে হতে পারে। তাই আমরা ইউনিটের হিসাবের দিখে যাব না সহজ ভাবে বোঝানোর চেষ্টা করবো । ইউনিটের ক্যালকুলেশন যদি দেখতে ইচ্ছে করে তাহলে আপনি ইন্টারনেট থেকে দেখে নিতে পারেন।

ফরেক্স মার্কেটে আমরা প্রতি টা পিপস নরাচরা তে লাভ করতে পারি। যেমন ১.১৭১০ থেকে ১.১৭২০ এ গেলে আমাদের ১০ পিপস লাভ বা লস হবে। লট/ভলিউমের মাধ্যমে আমরা ঠিক করে দিতে পারি যে কত পিপস আমাদের অনুকূলে বা প্রতিকূলে গেলে আমাদের কি পরিমান লাভ বা লস হবে।

ফরেক্স ব্রোকারদের কে আমরা সহজ ভাবে বুঝার জন্য ৩ ভাগে ভাগ করছি।

  • স্ট্যান্ডার্ড লট ব্রোকার
  • মিনি লট ব্রোকার
  • মাইক্রো লট ব্রোকার
স্ট্যান্ডার্ড লট ব্রোকারে ১ লট = $১০/পিপস। কিন্তু মিনি লট ব্রোকারে ১ লট = $১/পিপস। আর মাইক্রো লট ব্রোকারে ১০ লট = $১/পিপস।
তারমানে, আপনি স্ট্যান্ডার্ড লট ব্রোকারে যদি ১ লট দিয়ে একটি ট্রেড ওপেন করেন এবং ১০ পিপস আপনার অনুকুলে যায় তবে আপনার লাভ হচ্ছে $১০x১০=$১০০. অনুরুপ লস হলেও $১০০ হবে।
কিন্তু, আপনি মিনি লট ব্রোকারে যদি ১ লট দিয়ে একটি ট্রেড ওপেন করেন এবং ১০ পিপস আপনার অনুকুলে যায় তবে আপনার লাভ হচ্ছে $১x১০=$১০. অনুরুপ লস হলেও $১০ হবে।
আর, আপনি মাইক্রো লট ব্রোকারে যদি ১ লট দিয়ে একটি ট্রেড ওপেন করেন এবং ১০ পিপস আপনার অনুকুলে যায় তবে আপনার লাভ হচ্ছে $০.১x১০=$১. অনুরুপ লস হলেও $১ হবে।
স্ট্যান্ডার্ড লট ব্রোকারেঃ
  • ১ স্ট্যান্ডার্ড লট = $১০/পিপস
  • ০.১ স্ট্যান্ডার্ড লট = $১/পিপস
  • ০.০১ স্ট্যান্ডার্ড লট = $০.১০/পিপস
  • ১০ স্ট্যান্ডার্ড লট = $১০০/পিপস
মিনি লট ব্রোকারেঃ
  • ১ মিনি লট = $১/পিপস
  • ০.১ মিনি লট = $০.১০/পিপস
  • ০.০১ মিনি লট = $০.০১/পিপস
  • ১০ মিনি লট = $১০/পিপস
মাইক্রো লট ব্রোকারেঃ
  • ১ মাইক্রো লট = $০.১০/পিপস
  • ০.১ মাইক্রো লট = $০.০১/পিপস
  • ০.০১ মাইক্রো লট = $০.০০১/পিপস
  • ১০ মাইক্রো লট = $১/পিপস
আসা করি বুঝে গেছেন স্ট্যান্ডার্ড লট,মিনি লট এবং মাইক্রো লটের পার্থক্য। ব্রোকাররা তারা তাদের সুবিধা অনুযায়ী লট সাইজ ঠিক করে ।

অধিকাংশ ব্রোকার আপনাকে সর্বনিম্ন ০.০১ লটে ট্রেড করতে দিবে। অর্থাৎ, স্ট্যান্ডার্ড লট ব্রোকারে আপনি সর্বনিম্ন পিপ ভ্যালু নিতে পারবেন ১০ সেন্ট। কিন্তু মিনি লট ব্রোকারে আপনি সর্বনিম্ন পিপ ভ্যালু নিতে পারবেন ১ সেন্ট। আর মাইক্রো লট ব্রোকারে আপনি সর্বনিম্ন পিপ ভ্যালু নিতে পারবেন ০.১ সেন্ট। সুতরাং আপনার ক্যাপিটাল যদি কম হয়ে থাকে, তাহলে আপনি মিনি লট বা মাইক্রো লট ব্রোকারে কম রিস্ক নিয়ে ট্রেড করতে পারবেন।

শুধু যে আপনি ১ লট, ০.১ লট অথবা ০.০১ লটে ট্রেড করতে পারবেন তাই নয়, আপনি চাইলে ২.৫ লট, ১.৩ লট এরকম কাস্টম লটেও ট্রেড করতে পারেন।
What does the lot / volume mean?

Actually what is the lot / volume?

Lot is a simple matter. When you trade, you can easily see the lot, but when you go to calculate the unit, you may feel a little complicated. So we will try to understand the unit’s calculations and not just understand it. If you want to see the calculation of unit then you can take it from the internet.

In forex market we can get every pips in the narchara. For example, if we go from 1.1710 to 1.1720, we will get 10 pips or loss. Through the lot / volume, we can decide how much profit or loss we have on how many pipes are favorable or incompatible.

For the forex broker, we are simply divided into 3 sections.

Standard Lot Broker
Mini Lot Broker
Micro Lot Broker

Standard lot broker 1 lot = $ 10 / pips But 1 minute = $ 1 / pips in mini lot broker And 10 lots in micro lot broker = $ 1 / pips
So, if you open a trade with 1 lot in Standard Lot Broker and 10 pips will suit you, your profit is $ 10×10 = $ 100. Even if the loss is $ 100.
However, if you open a trade with 1 lot in the mini-lot broker and 10 pips are appealing to you, then your profit is $ 1×10 = $ 10. Even if the loss is $ 10.
And if you open a trade with a lot of 1 lot in a micro lot broker and 10 pips will suit you, your profit is $ 0.1×10 = $ 1. Even if the loss is $ 1.
Standard lot brokerage
1 standard lot = $ 10 / pips
0.1 standard lot = $ 1 / pips
0.01 standard lot = $ 0.10 / pips
10 standard lot = $ 100 / pips
Mini Lot Brokerage
1 mini lot = $ 1 / pips
0.1 mini lot = $ 0.10 / pips
0.01 mini lot = $ 0.01 / pips
10 mini lots = $ 10 / pips
Micro Lot Brokerage
1 micro lot = $ 0.10 / pips
0.1 micro lot = $ 0.01 / pips
0.01 micro lot = $ 0.001 / pips
10 micro lots = $ 1 / pips
Come to understand that the standard lot, mini lot and micro lot difference. Brokers, they decide the size of the lot according to their convenience.
Most brokers will allow you to trade in the lowest 0.01 lot. That is, you can take the minimum pip value in standard lot broker 10 cents. But in mini lot broker you can take a minimum pip value of 1 cent. And with Micro Lot Broker you can take the minimum pip value 0.1 cents. So if your capital is low, then you can trade in a mini lot or a micro lot broker with a low risk.

Not only that, you can trade in 1 lot, 0.1 lot or 0.01 lot, if you want 2.5 lot, you can trade in 1.3 lots like custom lots.

ফরেক্স শিখতে এই  লিংক এ clik করুন

LEAVE A REPLY