ফরেক্স মার্কেটে লাভ করা বড় কথা নয় বরং টিকে থাকুন।

0
248

ফরেক্স মার্কেটে এস শুরুতেই কেউ লাভ করতে পারেনা। শুরুতে আপনাকে কিছু লস করতে হবে এটা ধরে নিয়েই ট্রেড করুন। ফরেক্স মার্কেটে এসে প্রথমেই লাভ করার চিন্তা করলে আপনি ভুল করবেন, প্রথমে ফরেক্সে টিকে থাকা বা সাসটেইন করার লড়াইয়ে জিততে হবে। এই লড়াইয়ে টিকতে পারলে আপনিই হতে পারেন পরবর্তী ফরেক্স মার্কেটের হিরো।ফরেক্মে আপনাকে টিকে থাকতে হলে আপনাকে অনেক স্টাডি করতে হবে, ফরেক্মের ব্যপারে Article পড়ে সেগুলো দেখে আপনার জ্ঞানের পরিধিকে সমৃদ্ধ করতে হবে। মার্কেট এনালাইসিস করতে হবে।

সর্বোপরি প্রচুর পরিমানে ডেমোতে প্রাকটিস করতে হবে। কমপক্ষে ১ মাস ডেমোতে প্রাকটিস করতে হবে। ডেমোতে যখন আপনি অনেক ভালো করবেন তখন আস্তে আস্তে করে রিয়েল ট্রেডের দিকে এগোতে পারেন। প্রথমে হুট করে বড় লট ক্রয় করা যাবে না। ছোট ছোট লট নিয়ে নিজেকে আরো ঝলিয়ে নিতে হবে। লোভের বসবতী হয়ে রিস্ক নিয়ে ট্রেড করা যাবে না। শেষকথা হলো, ধৈর্য্য ধরে লেগে থাকলে সফলাতা একদিন ধরা দিবেই। তাই লাভ নয় টিকে তাকার প্রাকটিস করুন।

OPEN AN ACCOUNT

LEAVE A REPLY