ফরেক্স এ ভয় পেলে কি লস হয়?

0
692

এটা সবসময়ই বলা হয় যে ফরেক্স ট্রেডাররা তাদের ইমোশনের কারণে লস করে। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে কোন ধরনের ইমোশনের কারণে ট্রেডাররা লস করে, তাহলে আপনি ২টি উত্তর পাবেন। তা হল, ভয় এবং লোভ। আপনি যখন ট্রেড করেন এবং লস করেন, তখন আপনি নিজেকেই প্রশ্ন করতে পারেন যে কেন লস হল? আপনি কি ভয়ের কারনে লস করলেন না এখানে আপনার লোভ কাজ করছিল? নাকি আপনার ফরেক্স সম্পর্কে যথেষ্ট ধারনা অথবা অভিজ্ঞতার অভাবেই আপনি লস করলেন?

প্রথমদিকে নতুন ট্রেডারদের কোন ভয় থাকে না। আস্তে আস্তে তারা যখন লস করতে শুরু করে, তখনই তাদের মধ্যে ভয় কাজ করতে শুরু করে। যখন ভয় আপনার মনের নিয়ন্ত্রন নিয়ে নিবে, তখন আপনি যখনই একটি ট্রেড ওপেন করতে যাবেন, আপনার মধ্যে ভয় কাজ করবে। আগে আপনি যেরকম প্রফিট আশা করতেন, সেরকম প্রফিটই করতে পারতেন। কিন্তু এখন সব কিছুতেই আপনার ভয় কাজ করবে। আপনার মনে হবে আপনি যদি একটি ট্রেড ওপেন করেন, তাহলে আবার লস হতে পারে। আপনি যদি কোন ট্রেড ওপেন করে থাকেন, এবং ট্রেডটি কিছু প্রফিটে যায়, তাহলে আপনি খুব তাড়াতাড়ি ট্রেডটি অল্প লাভে ক্লোজ করে দিবেন, কারণ আপনি ট্রেডটি লসে ক্লোজ করতে চান না। আর কখনও যদি মার্কেট আপনার বিপরীতে যায়, হয় আপনি খুব দ্রুত অল্প লসে ট্রেডটি ক্লোজ করে দিবেন কারণ আপনি আবারও খুব বেশি লস করতে চাননা, অথবা আপনি আপনার স্টপ লস উঠিয়ে দিবেন এবং অপেক্ষা করবেন কখন ট্রেডটি অল্প লাভে আসে যাতে আপনি কিছুটা হলেও প্রফিট নিয়ে ট্রেডটি ক্লোজ করতে পারেন। আপনি আর কোনমতেই লস করতে চাননা।
সাধারনত ভয়টাই ট্রেডারদের জন্য বড় সমস্যা হয়ে দাড়ায়। দেখা যায় ভয়ের কারনেই ট্রেডাররা আরও বেশি ভুল করে বসে অথবা ট্রেডিং করা থেকে দূরে থাকে যার ফলে ভাল ট্রেডিং এর সুযোগ তারা মিস করতে পারে। ভয় সবকিছুই ধ্বংস করে দেয়, আপনার ট্রেডিং এবং আপনার লাইফও।
ভয় এবং ডিসিপ্লিন কিন্তু এক নয়। ধরুন আপনি একটি নির্দিষ্ট ট্রেড সেটাপ অনুসারে ট্রেড করেন। যার কারনে আপনি দীর্ঘক্ষন একটি স্ট্রং এবং নিশ্চিত সিগন্যালের জন্য অপেক্ষা করেন, এবং ঐ ট্রেড সেটাপ ছাড়া ট্রেড ওপেন করেন না, তাই হল ডিসিপ্লিন। আর যেসব কারনে আপনি ভাল সুযোগগুলো মিস করেন, ভাল ট্রেড সেটাপ থাকা সত্ত্বেও ট্রেড ওপেন করেন না, সেটাই হল আপনার ভয়। আপনি বসে থাকবেন, মার্কেট পর্যবেক্ষণ করবেন, কিন্তু ভয় আপনাকে কোন ট্রেড করতে দিবে না। আপনি যতই এর কথা শুনবেন, ততই টা শক্তিশালী হবে। আর এই ভয়ের কারনেই আপনি ফরেক্স #ট্রেডিং ছেড়ে দিবেন এবং ভাববেন ফরেক্স করে কখনও প্তফিট করা সম্ভব নয়।

সব নতুন ট্রেডারদের মধ্যেই কোন না কোন সময় ভয় এবং লোভ কাজ করে। কয়েকটি ট্রেডে লাভ হলেই টা তাদের অনেক বেশি আত্মবিশ্বাসী করে তোলে এবং এর ফলে তাদের লোভও বেড়ে যায়। আর কয়েকটি ট্রেডে লস হলেই তাদের #আত্মবিশ্বাস হারিয়ে যায় এবং তারা ফরেক্স থেকে দূরে সরে যায়। এটা একটি চক্রের মত হতেই থাকবে যতদিন না পর্যন্ত আপনি পুরোপুরি ফরেক্স ছেড়ে দিবেন, অথবা আপনি সম্পূর্ণভাবে আপনার ইমোশন কন্ট্রোল করতে পারবেন। আপনাকে আপনার অবস্থান সম্পর্কে সচেতন থাকতে হবে। আপনি যদি নিজেকে অতিরিক্ত আত্মবিশ্বাসী মনে করেন, তাহলে তার কারণ খুজে বের করতে হবে। আর যদি ভীত হন, তবে অবশ্যই আপনাকে নিয়ন্ত্রন করতে হবে, ফরেক্স সম্পর্কে আপনার আগ্রহ হারিয়ে ফেলার আগেই।

ফরেক্স শিখতে এই  লিংক এ clik করুন

Forex is afraid to be lost?

It is always said that #For forex traders lose their emotions. If you ask someone that the traders lose the reason for any kind of emotions, then you will get 2 answers. That is, fear and greed. When you trade and make a loss, then you can ask yourself why is it Los? Did not you lose your fear because of your greed? Or did you miss a lot about your forex or lack of experience?

Initially new traders have no fear. When they began to lose themselves slowly, fear started among them. When fear takes control of your mind, whenever you go to open a trade, fear will work in you. Before you could expect a profit, you could have done so. But now all your fear will work. You would think that if you open a trade, then it may be loser again. If you open a trade, and the trade goes to some profits, then you will soon close down the trade for a little profit, because you do not want to close the trade lace. And if the market goes against you anytime, you will close the trade with a little lace because you do not want to lose too much again, or you’ll get your stop loss and wait when the trades come in small profits, so that you have some profits to close the trade. you can do. You do not want to lose anymore.
Generally fear is becoming a big problem for traders. It can be seen that due to fear, traders are more inaccurate or away from trading, so they can miss good trading opportunities. Threats destroy everything, your trading and your life too.
Fear and discipline are not the same. Suppose you trade according to a specific trade set. Because of which you have a stroke for a long time and wait for sure signals, and do not trade the trade without trade, so discipline. And because of which you miss good opportunities, despite not having a good trade set, you do not open trade, that is your fear. You sit, watch the market, but fear will not let you trade anymore. The more you listen to it, the stronger it will be. And because of this fear, you will leave forex # trading and think Forex can not be easily futted.

Fear and greed work at some time in all new traders. Gaining some confidence in some trades makes them more confident and thus their greed increases. And if some losses in trade, their self-confidence is lost and they move away from forex. It will remain like a cycle until you completely leave Forex, or you can completely control your emotions. You have to be aware of your location. If you feel confident about yourself, then you have to find out the reason. And if you are scared, you must control yourself, before losing your interest in Forex.

LEAVE A REPLY