মুভিং এভারেজ ইন্ডিকেটর কি? কিছু ধারনা।

0
362

মুভিং এভারেজ নিয়ে অনেক ট্রেডার অনেক কথা বলে থাকেন।

একটি নির্দিষ্ট সময়ের পরিধিতে মার্কেটের এভারেজ প্রইস ভেলু কি ছিল তা বোঝার জন্য মুভিং এভারেজ খুবই জনপ্রিয় এবং সচরাচর বেবহারিত একটি টুল। মুভিং এভারেজ সাধারনভাবে সম্ভব্য সাপোর্ট এবং রেসিসটেনস এর এরিয়া এবং গতি পরিমাপক একটি টুল হিসেবে বেবহরিত হয় । এই টুলটিকে রলিং (Rolling) বা রানিং (Running) এভারেজ টুল ও বলা হয়ে থাকে এবং এই মুভিং আভারেজকে টেকনিক্যাল এনালাইসিসের প্রাণ হিসেবে আখ্যায়িত করা হয়। নভিস থেকে শুরু করে প্রফেশনাল ট্রেডার সবাই মুভিং আভারেজ টুলটি ব্যাবহার করে।এমন কিলেবু তৈরি করুনতার কাজের জন্য

আপনি যদি এই টুলটির সঠিক ব্যবহার করতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে অনেক প্রফিট করতে পারবেন। তবে এই টুলটির সঠিক ব্যবহার অনেকেই করতে পারেন না। অনেকে মনে করে থাকেন এই টুলটি মানেই হচ্ছে ফরেক্স মার্কেট থেকে অনেক টাকা আয় করার একটি রাস্তা।এমন চিন্তা করা পুরোপুরি সঠিক না। কার জন্য আপনাকে এই টুলটি সম্পর্কে ভালোভাবে আগে জানতে হবে। যখন আপনার এই টুলটি সম্পর্কে একটি ভাল ধারণা হবে তখন আপনি এর সঠিক ব্যবহার করতে পারবেন।এবং ফরেক্স মার্কেট থেকে আপনি ভাল প্রফিট করতে পারবেন। এর জন্য অবশ্যই যারা এই মার্কেটে দীর্ঘদিন ধরে ট্রেড করে আসছেন তাদের সাথে Moving average নিয়ে পরামর্শ করা উচিত বলে আমি মনে করি। এমনও হতে পারে আপনি শুধু এই Moving average এর মাধ্যমে ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারেন যদি সঠিক ব্যবহার জানতে পারেন তাহলে হয়তো আপনি পারবেন। তাই এই টুলটি সম্পর্কে আগে সঠিক জ্ঞান নেন তারপর এটি ব্যবহার করুন।

LEAVE A REPLY