ব্যাংক ঋণ দিয়ে ফরেক্সে বিনিয়োগ করতে পারবো কি?

0
327

আপনাকে সব সময় মানি ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে, তার মানে হছে আপনার লিভারেজ কত আপনি কত রিস্ক নিবেন, কতটুকু মার্জিন খালি অথবা ফ্রি রেখে আপনি ট্রেড করবেন, কত বড় লত এর ট্রেড ওপেন করবেন ! ট্রেড এর স্টপ লস কত এবং তাকে প্রফিট কততে রাখবেন, মার্কেট এনালাইসিস করে ঠিক করবেন লং টমে ট্রেডিং করবেন নাকি শর্ত টাইম ট্রেডিং করবেন. সব বুঝে যেতে হবে.

নতুন ফরেক্স ট্রেডারদের জন্য এই কথা গুলো বুঝতে কিছুটা কষ্ট হবে। অর্থাৎ আপনি যদি দক্ষ ট্রেডার হয়ে থাকেন তাহলে এই কথা গুলো বুঝতে পারবেন। ব্যাংক থেক ঋণ ট্রেড করার জন্য আপনাকে অব্যশই দক্ষ ফরেক্স ট্রেডার হতে হবে। আর না হলে আপনি ব্যাংক ঋণ এর টাকা লস করতে পারেন। আর আপনি যদি ফরেক্স শিখে দক্ষ ট্রেডার হতে পারেন তাহলে আপনার প্রফিট হবে বেশী আর লস হবে কম। যদি ও ব্যাংক ঋণ করা টাকা দিয়ে ফরেক্স এ ট্রেড করতে হলে আপনাকে দক্ষতার সাথে ট্রেড করতে হবে। আর না হলে কখন কি হবে তা আপনি বুঝতে ও পারবেন না। আর একবার লস হয়ে গেলে ফরেক্স থেকে তো আর টাকা পাবেন না। কিন্তু ব্যাংক ঋণ এর টাকা ঠিক এ দিতে হবে সুতরাং সাবধান । আগে ফরেক্স ট্রেড করা শিখুন। ফরেক্স শিখার জন্য প্রথমে Demo account দিয়ে শিখতে পারেন। তারপর ফরেক্স ট্রেড শিখা হয়ে গেলে যা আপনার জমানো টাকা আছে তা দিয়ে ট্রেড করুন। তারপর যদি মনে করেন বেশী রিস্ক নিয়ে আপনি ট্রেড করতে পারবেন তাহলে বাংক ঋণ নিয়ে ট্রেড করতে পারেন। তবে আমি মনে করি এত রিস্ক এ না গিয়ে নিজের ব্যাল্যান্স বাড়ানোটাই ভালো।

ধন্যবাদ

LEAVE A REPLY