ফরেক্স করার শিক্ষাগত যোগ্যতা

0
223

আমার মনে হয় বাস্তব জীবনে শিক্ষা এক জিনিস আর অভিজ্ঞতা আরেক জিনিস। ক্ষেত্র বিশেষে শিক্ষার চেয়ে অভিজ্ঞতা অনেক ভালো কাজে লাগে। ফরেক্স মার্কেটে এক জন ট্রেডার হতে গেলে আমাদের এত বেশি উচ্চ শিক্ষার দরকার নেই। শুদু যদি আমাদের ইংলিশ এ বেসিক নিলেজ থাকে তবেই ফরেক্স আমাদের জন্য সম্ভব। তবে এটা যেনে রাখা ভালো ফরেক্স মার্কেটে একজন ভালো ট্রেডার হতে গেলে ফরেক্স সম্পর্কে ভালো ভাবে জানতে হবে ,পড়তে হবে। তাই ফরেক্স সম্পর্কিত বই পড়ার মত ক্ষমতা যেন একজন ট্রেড আরের থাকে, এই টুকু শিক্ষা গত যোগ্যতার থাকলেই চলবে।

মনে করেন ফরেক্স এ ট্রেড করতে গেলে আপনাকে কিছু বিষয় পড়তে হবে। এত টুকু শিক্ষা তো থাকতেই হবে। তবে অনেকেই সল্প সময় প্রফিট করার পর, পরে আর প্রফিট করতে পারে না। তাই Continue প্রফিট করতে গেলে ভালো জ্ঞ্যান থাকতে হবে।

Open an account

LEAVE A REPLY