ফরেক্স এর আসল শত্রু হলো লোভ……

0
201

ফরেক্স মার্কেটে প্রফিটেবল ট্রেডের জন্য আমাদের লোভ নামক রিপুকে নিয়ন্ত্রনে রাখা অত্যাবশ্যক ৷ অথচ আমরা জন্মগত ভাবেই লোভী প্রকৃতির ৷ কারন হলো আমরা জন্ম নিয়েছি অত্যন্ত ঘনবসতি পূর্ণ একটি ছোট ও দরিদ্র দেশে ৷ ক্ষুধা ও দারিদ্র আমাদের যেখানে নিত্যসঙ্গী সেখানে আমাদের মধ্যে লোভ থাকবেই ৷ অথচ ইউরোপ-আমেরিকার মতো উন্নত দেশের মানুষগুলোর মধ্যে ঠিক বিপরীত চেহারা দেখুন ৷ তাই ফরেক্স ট্রেডের প্রফিটগুলো সম্ভবত তাদের ভাগ্যেই থাকে ৷ তাই আজ থেকে লোভ বিষয় টা পরিহার করুন। যদি লোভ টা কে ত্যাগ করতে পারেন , তাহলে আপনার প্রফিট হবেই। অনেকেই দেখে থাকবেন, ভালো Strategy Follow করার পর ও প্রফিট করতে পারে না। তার কারন হচ্ছে লোভ। আমরা একটা ট্রেড ওপেন করার পর , যখন ট্রেড টি প্রফিট এ আসে তখন ও ট্রেড টি Close করি না। আরো বেশী প্রফিট এর কারন এ। পরে দেখা যায় ওই প্রফিট এর ট্রেড টি লস এ চলে আসে। টা প্রফিট থাকা অবস্তায়। ট্রেড টি ক্লোজ করতে হবে। আবার দেখা যায় কয়েকটা Pair এ ট্রেড করার পর প্রফিট হলে , আমরা আরো বেশী pair select করি । পরে দেখি এতে ও লস হয়। এর কারন ও লোভ। আপনার যদি 1 টা Pair থেকে প্রফিট আসে প্রতিদিন , তাহলে অন্য Pair এ যাওয়ার দরকার নাই। যেমন আপনার EURUSD, GBPUSD , AUDUSD, EURJPY, NZDUSD, EURGBP এই pair গুলো তে প্রফিট হচ্ছে । তারপর আপনি লোভ এর কারন এ এমন Pair Select করলেন। Balance সহ সব চলে গেলো । এই লস টা কেনো হলো লোভ এর কারন এ। তাই আজ থেকে লোভ টা পরিহার করুন। যদি লোভ টা পরিহার করতে পারেন, আর সঠিক Strategy থাকে তাহলে আপনার প্রফিট হবে ।

Open an account

LEAVE A REPLY