ফরেক্সে সফল হতে হলে ধৈর্য দিয়ে লোভকে সংবরণ করুন

0
310

হ্যালো ট্রেডার্স, আশাকরি সকলে ভালো আছেন। ফরেক্সে ধৈর্যহীনদের সফলতার হার একেবারেই কম সেটা সকলেরই জানা। আমরা কেনো যে ধৈর্য ধারণ করতে পারি না সেটা ফরেক্স শুরুর প্রথম দুই বছর টেরই পাওয়া যায় না। আর প্রসঙ্গত ধৈর্যটি আপনি কিসের জন্য ধরবেন সেটাও পরিষ্কার হওয়া দরকার। লোভ হলো ফরেক্সে অসফল হওয়ার আর একটি কারণ। ধৈর্য দিয়ে লোভকে আটকে রাখুন বা আটকে রাখার চেষ্টা অব্যাহত রাখুন। তাহলে একসময় না একসময় ঠিকই ধৈর্য ও লোভ দুটোই আপনার নখদর্পনে এসে যাবে। সেন্টিমেন্টাল ব্যাপারগুলো যত ভালভাবে নিজের ভেতরে গেথে নিবেন আপনার ট্রেডিং লাইফ ততই মঙ্গলময় হবে।

মাদার অব ফরেক্স হলো মানি ম্যানেজমেন্ট। ধৈর্য আর লোভ যদি আপনার নখদর্পনে না আসে তাহলে আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক থাকবে না। মানি ম্যানেজমেন্ট ঠিক রাখতে হলে সেন্টিমেন্টাল ইস্যুগুলোকে প্রাধান্য দেওয়া উচিত। তাই কোনোটা ছেড়ে যেন কোনোটাতে চলে না যায় সেদিকে খেয়াল রাখা জরুরী।

Open an account

LEAVE A REPLY