ফরেক্সে ভাল পরিকল্পনার গুরুত্ব ???

0
394

বলা হয়ে থাকে একটা ভাল পরিকল্পনা যে কোন কাজের সফলতার অর্ধেক। আমাদের পার্সোনাল লাইফ সুন্দর করার জন্য যেমন সকাল থেকে ঘুমানোর পূর্ব পর্যন্ত একটা সুন্দর পরিকল্পনা খুবই জরুরী । ঠিক তেমনি ফরেক্স যেহেতু বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বড় বিজনেস মার্কেট । সেহেতু এখানে সফলতা পেতে হলেও অবশ্যই একটা সময়োপযোগী চমতকার পরিকল্পনা প্রয়োজন। ফরেক্স শেখা থেকে শুরু করে জানা,বোঝা,ডেমোতে ট্রেড করা এবং রিয়েল ট্রেডে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে ধারাবাহিকভাবে সফলতার সাথে সম্পন্ন করার সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে এবং গৃহিত পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে চূড়ান্ত সফলতার দিকে যেতে হবে। পরিকল্পনা বিহীন যে কোন কাজই লক্ষ্যবিহীন কান্ডারীর মত। এক জন ফরেক্স ট্রেডার এর টেকনিক্যাল এনালাইসিস এ ডেইলি কেন্ডেল দেখে ট্রেড ওপেন করা উত্তম। কারন ফান্ডামেন্টাল এনালাইসিস এর পরে মানি নিউজ প্রকাশ হবার পরে ডেইলি কেন্ডেল এর রুপ পরিবর্তন হয় আর এটি কাজে লাগিয়ে প্রতিটি ট্রেড ওপেন করতে টিপি আর স্টোপ লস ব্যবহার করে আপনি লাইফ টাইম ভালো ফল পেতে পারেন।

আপানাকে Long time trading plan করতে হবে। যেমন ১ বছর এর । আমরা যখন ব্যাবসা করি , তখন Plan থাকে বছর শেষে ভালো মুনাফা লাভ করা। ঠিক তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করতে ও তাই করবেন। তাহলে দেখবেন বছর শেষে ফরেক্স মার্কেট থেকে আপনার না আয় হচ্ছে অন্য ব্যাবসার থেকে অনেকগুন বেশী হবে।

Open an account

ফরেক্স শিখতে এই  লিংক এ clik করুন

LEAVE A REPLY