আমি মনে করি লোভ বা অতিরিক্ত লাভের লোভের কারনেই আমরা ফরেক্স ট্রেডিংয়ে আমাদের অভিজ্ঞতার এবং দক্ষতাকে পরিপূর্ন ভাবে ব্যবহার করতে পারি না। ব্যবহারের কথা অনেকাংশে ভূলে যাই কিন্তু আমরা আমাদের সেই ভূল তখনই বুঝতে পারি যখন আমরা বড় ধরনের লস হয়…এবং আমি মনে করি ,তাই আমরা ফরেক্স এ গেইন ও হতে পারি না।আমরা যদি ফরেক্স এর নিয়ম মেনে চলতে পারি তবেই আমরা অনেক উন্নতি করতে পারব ।তাই সবাই চলেন ফরেক্স এর নিয়ম মেনে চলি। এখন প্রশ্ন হচ্ছে নিয়ম বলতে কি বুঝায়? নিয়ম গুলো মধ্যে প্রধান হচ্ছে আপনার Strategy । হে আপনি ঠিক দরেছেন আপনার Strategy যদি মেনে ট্রেড করতে পারেন তাহলে কিন্তু ফরেক্স মার্কেট থেকে বেশি ভাগ সময় Profit আসে। লস তখন ই হয় যখন আমরা দেখি Strategy Follow না করে , লোভের বসে লস করতেই থাকি । আর তখন Account Zero হয়ে যায়। আপনাকে মনে রাখতে হবে আপনার Balance ই যদি না থাকে , তাহলে আপনি Trade করবেন কি দিয়ে । তাই ফরেক্স মার্কেট থেকে টাকা আয় করতে হলে আগে Balance থাকতে হবে। আর এই ভাবে Balance দিয়ে ট্রেড করে ফরেক্স মার্কেট থেকে Profit করতে হবে। যদি সব নিয়ম এর কথা বলতে যাই তাহলে অনেক সময় লাগবে । Step by step ARTICLE Post করব সাথে থাকবেন।
Block title
Latest article
আবেগ কিভাবে ক্ষতি করে ??
FOREX MARKET এর বড় শত্রু হচ্ছে আবেগ। ফরেক্স ট্রেডিংয়ে আবেগকে নিয়ন্ত্রণ জরুরী। কারণ আবেগ আমাদের বিভিন্নভাবে ক্ষতি করে। আবেগ বা Emotion...
কোনটি পছন্দ করেন, শর্ট টাইম ট্রেডিং নাকি লং টাইম ট্রেডিং?
শর্ট টাইম ট্রেড করতে হলে আপনাকে অনেক বেশি এ্যানালিসিস করতে হবে এবং তাৎক্ষনিক সিদ্ধান্ত নিয়ে একটি ট্রেড করতে হবে। যাতে করে...
ফরেক্স থেকে অর্জিত আয় আমাকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে সহায়তা করে
অনেকেই ফরেক্স মার্কেট থেকে টাকা আয় করে তাদের আর্থিক সমস্যা গুলো সমাধান করতে পারছে। তাই আমিও এমনটা মনে করি যে, জীবনে পরিবর্তন...