নতুনদের কোন টাইমফ্রেমে কাজ করা ভাল?

0
93
Earn money now

আমি দীর্ঘদিন ধরে ফরেক্সে একটাই টাইম ফ্রেম ব্যবহার করছি এবং সেটা হল লং ট্রাম টাইম ফ্রেম । লং ট্রাম টাইম ফ্রেমের মাধ্যমে ট্রেডের রিস্ক কম থাকে। এবং প্রফিট আসে বেশি , আমি প্রথম প্রথম শর্ট ট্রাম টাইম ফ্রেমে কাজ করি এবং ক্রমাগতভাবে লস হওয়ার কারণে আমি লং ট্রাম ট্রেডে ফিরে এসেছি । তাই আমি মনে করি যে একজন নতুন ট্রেডার এর জন্যও লং ট্রাম ট্রেড করা প্রযোজন । কারণ লং ট্রাম ট্রেড এর মাধ্যমে আমরা লাভের পাশাপাশি অনেক কিছু জানতে পারি যা আমাদের ট্রেডিং স্কিল বৃদ্ধি করে । এমন ১টা পেয়ার Select করবেন আর সেটাতে লং টাইম ফ্রেম এ ট্রেড করবেন । তাহলে ফরেক্স মার্কেট থেকে প্রফিট হবে বেশি আর লস হবে কম । নতুন রা বুঝতে পারে না কোন টাইম ফ্রেম এ ট্রেড করা লাগবে । আর তাই বেশিভাগ নতুন ট্রেডার রা লস করে থাকে। দেখা গেছে ফরেক্স মার্কেট এ নতুন রা যারা না জেনে ট্রেড করেন , তাদের বেশি ভাগ এ লস করেন। তবে যারা ফরেক্স মার্কেট এ ট্রেড করা শিখে ট্রেড করেন। তাদের লস কম হয় প্রফিট টা বেশি হয়। আর তাই আগে আগে ফরেক্স মার্কেট এ ট্রেড করা শিখতে হবে এবং সঠিক ভাবে ট্রেড করতে হবে।

EARN MONEY NOW

LEAVE A REPLY