ট্রেড প্লান কিভাবে করা উচিত

0
85

এই কথা একদম সত্যি যে প্লান ছাড়া ট্রেড করলে লস এর সম্ভাবনা অনেক বেশি। আমি কিভাবে ট্রেড করব এইটা আমাকেই ঠিক forex trade plan করতে হবে। আমি প্রতিদিন একটি নিদিষ্ট লক্ষ্য নিয়ে ট্রেড করি। আমি লক্ষ্য ঠিক করে যে প্রতিদিন আমি কি পরিমান লাভ করব বা কি পরিমান লস মেনে নিব তা forex trade plans করতে হবে। আমি ঠিক করি লাভ এবং লস মিলিয়ে প্রতিদিন আমি মূলধনের ।০.০৫% লাভ করব। এবং মাসে আমি আমার একাউন্ত এর ১০% লাভ করব। আমার এই লক্ষ্য পূরণ হয়ে গেলে আমি সেইদিনের জন্য ট্রেড অফ করে দেই। না হলে দেখা যায় বেশি লোভ করতে গেলে আগের লাভ ও চলে যায়। আর ফরেক্স মার্কেট এ ০.০৫% লাভ করা কঠিন নয়।

forex trade plans

LEAVE A REPLY