ট্রেডিং এর সময় ট্রেডার এর মত আচরণ করা উচিত

0
304

আমরা যদি ট্রেডিং এর সময় ট্রেডারের মত আচরন করি তাহলে আমরা খুব সহজেই ধারাবাহিকভাবে আমাদের ট্রেড থেকে মুনাফা উপার্জন করতে পারি। কারণ ট্রেডাররা কখনই একদিনে সর্বোচ্চ মুনাফা উপার্জনের চেষ্টা করবে না, তারা জানে এই মার্কেট কতটা ঝুকিপুর্ণ। যদি কেউ কম মুলধন দিয়ে বেশি মুনাফা করার চেষ্টা করে তাহলে ধরে নিতে হবে সে ট্রেডার না সে একজন গেমলার আর গেমলার মানসিকতা কখনই এই ব্যবসায় সফল হতে পারে না। তাই শুরু থেকেই আমাদের চেষ্টা করা উচিত যাতে ট্রেডিং এর সময় আমরা ট্রেডারের মত ট্রেড করি।

আমরা যদি ফরেক্স ট্রেড করে থাকি তাহলে অবশ্যয় আমাদের ট্রেড করার মানসিকতা নিয়ে ট্রেড করতে হবে। যদি কেউ প্লেন চালাতে গিয়ে সাইকেল চালানোর মত আচরন করে বা এদিক সেদিক মন রেখে প্লেন চালাই তাহলে হয়ত প্লেন আঁকাশে উড়বে কিন্তু নিচে নামবে না নামলেও একেবারে নেমে আসবে। তাই ট্রেড করার জন্য আমাদের ট্রেডারের মতই আচরন ও খেয়াল রেখে ট্রেড করতে হবে। কোন সময় বেখেয়াল হয়ে ট্রেড করতে যাবেন না। তাহলে বিভিন্ন বড় বড় নিউজ প্রকাশিত হলে সেই সময় যদি উল্টা পাল্টা ট্রেড করে ফেলেন তাহলে এক মুহুর্তে একাউন্ট শুন্য হয়ে যাবে। তাই ভেবে চিন্তে কাজ করতে হবে।

ফরেক্স শিখতে এই  লিংক এ clik করুন

LEAVE A REPLY