কোন কারেন্সিতে ট্রেডিং করা ভাল ?

0
358

চাহিদা পূর্ন কারেন্সি পেয়ার বেছে নিয়ে ট্রেড করতে পারলে বেশ ভাল আয়ের সুযোগ করে নেওয়া যায় আর এটির জন্য আপনাকে প্রথমে ভাল করে প্রতিটি কারেন্সি পেয়ারের মুভমেন্ট ভাল করে দেখতে হবে সেখান থেকে যে কারেন্সিগুলোর মুভমেন্ট বা চাহিদা বেশি থাকবে সেগুলোর সমন্বয়েই আমাদের ট্রেড করার উচিত।Eur/Usd ঠিক তেমনই একটি কারেন্সি পেয়ার। ফরেক্স মার্কেট এ যারা নতুন তারা কম মুভমেন্ট এর currency গুলো দেখতে পারেন । আমি বেশির ভাগ সময় তেই এই ২ কারেন্সি তেই ট্রেড করি।ফরেক্স মার্কেট আর সব কারেন্সি ভাল কিন্ত প্রচুর জ্ঞান এবং অভিজ্ঞতা খুব কাজে লাগে ট্রেড করার সময় । সুতরাং বেশি বেশি ট্রেড করে অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে ।

প্রাথমিক অবস্থায় eurusd কারেন্সি পেয়ারে ট্রেড করাই ভাল। ফরেক্স মার্কেটে কারেন্সি পেয়ার সম্পরকে ভাল দক্ষতা অর্জন করতে পারলে নিজেই বাজার যাচাই করে বুঝতে পারবেন কোন পেয়ারে ট্রেড করলে ভাল লাভ করা যাবে। একেকজনের কাছে একেক রকম কারেন্সি পেয়ার ভাল হতে পারে। তাই আগে বাজার চাহিদা ও পেয়ার সম্পর্কে জ্ঞান অর্জন করে নেওয়াই ভাল।

ফরেক্স শিখতে এই  লিংক এ clik করুন

LEAVE A REPLY