ফরেক্স ট্রেডিংয়ে আমরা এক একজন ভিন্ন ভিন্ন কৌশল ব্যবহার করি। প্রত্যেকেরই নিজস্ব একটা কৌশল থাকে প্রফিটের জন্য। সব সময় একই কৌশলে ট্রেড করা উচিত নয়। নতুন কৌশল বা মাঝে মাঝে কৌশল পরিবর্তন করে ট্রেড করা প্রয়োজন যাতে বোঝা যায় অন্য কেীশলে প্রফিট কেমন হয় বা লস কিভাবে এড়ানো যায়। যেমন প্রথম দিকে আমি .০১লটে এ্যান্ট্রি দিতে থাকতাম যতক্ষণ লস হতে থাকত,হয়ত এক সময় মার্কেট অনুকূল হলে অল্প সময়ে লস পুষায়ে কিছু প্রফিট হত অথবা ব্যালেন্স জিরো হয়ে যেত। কিছু অভিজ্ঞতা অর্জনের পরে ঐভাবে আর ট্রেড করি না। .০১ -.৫০ ব্যবহার করি মার্কেটের অবস্থার উপর,চেষ্টা করি কম রিস্ক নিয়ে এ্যান্ট্রি দিতে। নিশ্চিত হলে বেশী লটে এ্যান্ট্রি দিই। প্র্রয়োজনে স্টপ লস,টেক প্রফিট ব্যবহার করি। মানি ম্যানেজমেন্টের অনুসরণের চেষ্ট করি,মাঝে মাঝে ব্যতিক্রম তো ঘটেই। আরো ভাল ফলাফল আশা করি। এক এক জনের লট Size এর কৌশল এক এক রকম। তবে আপনাকে আপনার কৌশল টাকে আরো update করে নিতে হবে মার্কেট এর সাথে মিলিয়ে । তাহলে দেখবেন আপনি আরো ভালো প্রফিট করতে পারছেন। তবে এখানে আপনি যদি আগের কৌশল এ প্রফিট হয় তাহলে কৌশল তপরিবর্তন করার দরকার নেই। ট্রেডিং লট Size এর কৌশল একটা আর Strategy কিন্তু এক রকম না। তাই ২টা মিলিয়ে ফেলবেন না। লট সাইজ এর কৌশল অনেকের ভিন্ন হয় আর ট্রেডিং এর Strategy আলাদা বিষয় ।
Block title
Latest article
এই বিষয় টা জানতে হবে, লস ছাড়া ট্রেডিং হয় না
এটা সঠিক যে, লস ছাড়া ট্রেডিং হয়না। ৩০% রিক্সে একটা লস খেলে পরবর্তীতে আপনাকে আপনার মোট অ্যাকাউন্টের ৪২.৮৫% লাভ করতে হবে শুধুমাত্র...
ForexMart দিচ্ছে Deposit এ 100% Deposit Bonuses
ফরেক্স মার্কেট এ আমরা ট্রেড করতে দেখি বিভিন্ন ফরেক্স ব্রোকার এ , যখন আমরা ট্রেড করি তখন Balance Loss হলে বোনাস ও...
ফরেক্স মার্কেটে লস কিভাবে নিয়ন্ত্রন করা যায়?
ট্রেডারদের কাছে ফরেক্স মার্কেটে লস্ ট্রেডিংয়ের আর একটি অংশ। এবং এখানে লাভ করার জন্য প্রতিনিয়ত ছোট ছোট লস্ এর মুখোমুখি হতে হয়।...