শুধু মাত্র ফরেক্সে নয় যেকোনো কাজে আপনি ভাল করতে চাইলে আপনাকে অবশ্যই কঠোর অনুশীলন করতেই হবে যার ভিতর দিয়ে আপনার সাফল্যের ভিত রচিত হবে। আর ফরেক্সে নিজেকে একজন ভাল দক্ষ ট্রেডার হিসাবে প্রতিষ্টিত করতে হলে আপনাকে Real ট্রেডিংয়ের মাধ্যমে কঠোর অনুশীলনের চালিয়ে দক্ষতা এবং অভিজ্ঞতা সন্চয় করতে হবে। মানিম্যানেজমেন্ট, মার্কেট অ্যানালাইসিস ইত্যাদি বিষয়গুলোতে নিজেকে অনেক বেশি পারদর্শি করে তুলতে হবে আর তা হলেই আপনি একজন ভাল ট্রেডার হিসাবে নিজেকে তৈরী করতে পারবেন। বিশেষ করে মানিম্যানেজমেন্ট টা ভালো করে , মানতে হবে । আর না হলে অ্যাকাউন্ট Zero হতে সময় লাগবে না। তাই মানিম্যানেজমেন্ট নিয়ে ভালো করে Study করেন । মানিম্যানেজমেন্ট ভালো করে বুঝতে পারলে অ্যাকাউন্ট Zero হবে না। প্রথম চিন্তা হচ্ছে অ্যাকাউন্ট ঠিকে রাখা । আপনি যদি অ্যাকাউন্ট ঠিকে রাখতে পারেন। তাহলে আপনি Day by day ফরেক্স এ ভালো / দক্ষ ট্রেডার হয়ে উঠবেন। সাথে মার্কেট অ্যানালাইসিস টা ও ভালো করে শিখতে হবে কারন। মার্কেট অ্যানালাইসিস যদি ভালো করে পারেন । তাহলে বুঝতে পারবেন মার্কেট কোন দিক এ মুভমেন্ট করবে। আর ফরেক্স মার্কেট এর মুভমেন্ট বুঝতে পারলে । আপনার Entry নিতে সহজ হবে। Buy or sell নিয়ে চিন্তা করতে হবে না। তাই মার্কেট অ্যানালাইসিস কি ভাবে করতে হয় , তা শিখেন তারপর দেখবেন Entry নেওয়া কত সহজ
Block title
Latest article
ফরেক্সে সর্বোচ্চ কতটুকু রিস্ক নেয়া উচিত??
আমরা সকলেই জানি, ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আমাদের রিস্ক নিতে হবে, তবে সেটা অবশ্যই মানি ম্যানেজমেন্ট তথা মূলধন ঠিক রেখে...
আবেগ কিভাবে ক্ষতি করে ??
FOREX MARKET এর বড় শত্রু হচ্ছে আবেগ। ফরেক্স ট্রেডিংয়ে আবেগকে নিয়ন্ত্রণ জরুরী। কারণ আবেগ আমাদের বিভিন্নভাবে ক্ষতি করে। আবেগ বা Emotion...
কোনটি পছন্দ করেন, শর্ট টাইম ট্রেডিং নাকি লং টাইম ট্রেডিং?
শর্ট টাইম ট্রেড করতে হলে আপনাকে অনেক বেশি এ্যানালিসিস করতে হবে এবং তাৎক্ষনিক সিদ্ধান্ত নিয়ে একটি ট্রেড করতে হবে। যাতে করে...