কম ডিপোজিট নিয়েও কি ফরেক্সে টিকে থাকা যায় কি না

0
355

ট্রেড করার যাবতীয় কৌশল যদি মুটা মুটি রপ্ত করতে পারি তাহলে আমার মনে হয় কম ডিপোজিট নিয়েও ফরেক্সে টিকে থাকা যাবে। আর যদি ডিপোজিট আছে কিন্তু ট্রেড করার কৌশল আমার জানা নাই তাহলে নির্ঘাত লসের পর লস হওয়া ছাড়া অন্য কোন পথ থাকবেনা। আপনার কি তাই মনে হয় না? ডিপোজিট আমার মতে কোন ব্যাপার নয় ৤ আমাদের সবার আর্থিক সামর্থ্য এক থাকেনা যার কারণে সবাই সমানভাবে বিশাল অংকের ডিপোজিট করতে পারেনা ৤ তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে সবচেয়ে বেশি জরুরি জিনিস হল আমাদের ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা ৤ এই জিনিসগুলা যার মধ্য থাকবে সে অল্প পুজি দিয়েও বিশাল কিছু করতে পারবে বলে আমার বিশ্বাস ৤ কারণ যার দক্ষতা আছে তার ফরেক্স এর মত মার্কেট প্লেসের জন্য আর তেমন কিছু লাগেনা ৤ কম ডিপোজিট করে ঠিকে থাকা অনেকটাই কঠিন । তবে অসাধ্য কিছু না। তার জন্য আগে ফরেক্স ভালো করে শিখতে হবে। তারপর ডিপোজিট করে ট্রেড করতে হবে।

ফরেক্স শিখতে এই  লিংক এ clik করুন

LEAVE A REPLY