ফরেক্স মার্কেট এ সফলতা পেতে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে । যেমন ট্রেডিং করার সময় ভালো ম্যানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে । ট্রেডিং করার সময় আবেগ পুরাপুরি ত্যাগ করতে হবে । একটি ট্রেড এ লস হয়ে গেলে ওভার ট্রেডিং করা যাবে না । প্রতিটি ট্রেড নেয়ার সময় সঠিক এনালাইসিস করে ট্রেড নিতে হবে । এবং ফরেক্স সম্পর্কে সব ধরনের জ্ঞান মাথাই থকাতে হবে । তাহলে ফরেক্স মার্কেট এ সফলতা পাওয়া যাবে । কিছু নিয়ম তুলে দরা হলো।
=>নিয়মিত মার্কেট স্টাডি করার মনোভাব ।
=> একটা নির্দিষ্ট সময় ঠিক করে সেই সময়ের মধ্যে ট্রেড করার মনোভাব।
=> আবেগ নিয়ন্ত্রন করার শক্তি।
=> লোভ নিয়ন্ত্রন করার শক্তি।
=> প্রচণ্ড ধৈর্য ধরার শক্তি।
=> পরিবার সাথে সময় দেয়ার মনোভাব।
=> পর্যাপ্ত পরিমানে ঘুম।
এই বিষয় গুলা অবশ্যই মেনে চলতে হবে।