আপনি দিনে কতগুলো ট্রেড করবেন ?

0
317

নতুন ট্রেডারদের কিছু কথা নিচে লিখলাম।

আমি ফরেক্স এর কাজ কম করি কিন্তু কম করা যাবে না কম করলে ইনকাম কম হবে। তাই বেশি করলে বেশি ইনকাম করা যাবে তাই বেশি করব। আমি দিনে ৫/৬ টা করি তা দিয়ে হবে না আরও বেশি বেশি করতে হবে তাই আমি বেশি ইনকাম করতে পারব। যত আমি কাজ করব তত আমার জন্য ভাল হবে আরও তাড়াতাড়ি করতে পারব আর পরে বেশি সময় লাগবে না। আমি মনে করি এটা আমার জন্য ভাল তাই কাজ করতে হবে।

উপরের কথা গুলো নতুন ট্রেডারদের । একজন ফরেক্স ট্রেডার কত ট্রেড করবে তা নির্ভর করে তার Strategy এর উপর। Forex market এ আপনি কত গুলো ট্রেড ওপেন করবেন তা বলে দিবে আপনার Strategy। ফরেক্স মার্কেট ট্রেড করার শুরুতে আপনার Strategy check করে দেখতে হবে। Strategy check করলে আপনি নিজেই বুঝতে পারবেন কত গুলো ট্রেড আপনি ওপেন করবেন। আর হে বেশী ট্রেড করলে বেশী লাভ হবে এই কত গুলো ভুল ধারণা। আবার কম ট্রেড করলে লাভ কম হবে এটা ও ভুল ধারণা। আপনি আপনার Strategy মেনে ট্রেড করবেন , তাহলে আপনি Profit করতে পারবেন ফরেক্স মার্কেট থেকে।

LEAVE A REPLY