আজকের নিউজ বাংলাদেশী সময়। ০৭ঃ৩০ সময়

0
443
আজ সন্ধ্যা ০৭:৩০ টাতে আমেরিকান ডলারের PPI mm নিউজ পাবলিশ হবে । এটি আমেরিকান ডলারের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি নিউজ। ফরেক্স ফ্যাক্টরি সহ অন্যান্য ওয়েবসাইটগুলোতে নিউজ ফোরকাস্ট পূর্বের তুলনায় খারাপ দেখা যাচ্ছে। এই নিউজের কিছু আগে বা পরে মার্কেট মোটামুটি ভোলাটাইল থাকতে পারে। যদিও সবার ধারনা পিপিআই নিউজ ভালো আসলে ঐ কারেন্সি শক্তিশালী হয়। কিন্তু এটা ভুলে গেলে চলবেনা এটা অর্থনৈতিক ভাবে বিশেষ করে ইনফ্লাশন এর সাথে জড়িত। যেহেতু ফেড এই বছরে রেপিডলি রেট বাড়ানোর ডিসিশন থেকে সরে আসতে পারে, তাই ইনফ্লাশন রেট কম থাকলেও কিন্তু ডলারের জন্য খারাপ হবার কথা না। যদিও আজকে দুপুর পর থেকেই মার্কেট অনেকটা ডলারের পক্ষে প্রাইজড ইন হয়ে আছে । তারপর আজকের রিপোর্ট কেমন আসে এবং এটা কেমন ইফেক্ট আনতে পারে সেগুলো ভালো মত বিবেচনায় এনে ট্রেড করা উচিৎ। তার উপর আজকে ব্রেক্সিট ইস্যু নিয়ে ব্রিটেনের পার্লামেন্টারি ইলেকশন তো আছেই। অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে স্টপলস সহ ট্রেড করুন । ফ্ল্যাশ ক্রাশ সহ অন্যান্য অনাকাঙ্খিত মুভমেন্ট থেকে নিজের একাউন্টকে সুরক্ষিত করুন।। 

LEAVE A REPLY