Reverse trend বলতে কি বুঝায়?

0
438

আজ Bangla forex school এ কথা বলবো Reverse trend নিয়ে। Reverse trend বলতে কি বুঝায় ? Reverse trend হচ্ছে বিপরীত প্রবণতা মানে মার্কেট
বিপরীত দিকে টান নেওয়া । মনে করেন মার্কেট সেল/ নিচের দিকে আছে । এখন কোন এক Forex news এর কারনে উপরের দিকে কিংবা Up trend শুরু হতে পারে। এটা হচ্ছে Reverse trend । Bangla forex school এর আজ কের বিষয় হচ্ছে Reverse trend । এক ভাই প্রশ্ন করলেন Bangla forex school এ ভাই Reverse trend টা candle এর কারনে ও তো হতে পারে। হে Bangla forex school এর এই ভাই এর কথা এক দিক থেকে ঠিক আছে । যেমন আপনি দেখে থাকবেন কিছু কিছু pettern যা কি না মার্কেট Reverse trend এর ইঙ্গিত দিয়ে থাকে। যেমন Bullish pettern or Bearish petter যদি পরে । তাহলে তো মার্কেট উল্টা দিকে ঘুরবে । তাই এই pettern গুলো দেখতে হবে। Pettern দেখার দরকার আছে। তবে ফরেক্স মার্কেট ভালো করে দেখতে হবে । আসলে কি কারনে এই মার্কেট Reverse হতে পারে অনেক ব্যাপার ই থাকতে পারে। যেমন কোন একটা High impect news থাকতে পারে।

ফরেক্স শিখতে এই লিংক এ দেখতে পারেন

LEAVE A REPLY