Parabolic SAR কি ভাবে কাজ করে?

0
533

আজ কথা বলবো MT4 এর Parabolic SAR কি ? কি ভাবে কাজ করে ? এই বিষয় নিয়ে কথা বলবো। Parabolic SAR টা হচ্ছে দেখতে ফুটা ফুটা দাগ এর মত । ফরেক্স মার্কেট এ এর কাজ অনেক। কেও যদি Parabolic SAR দিয়ে ট্রেড করে তাহলে ও সে ভালো প্রফিট করতে পারবে। কিন্তু তার জন্য জানতে হবে Parabolic SAR কি ভাবে ব্যাবহার করতে হয় । ফরেক্স মার্কেট এর ত্রেনড/ দিক বুঝার জন্য এই Parabolic SAR ভালো কাজ করে । মাঝে মাঝে হয়তো বুঝতে সমস্যা হবে । এজন্য কয়েকটা candle দেখতে হবে । যদি দেখেন candle pattern আর Parabolic SAR এক সাথে মিলে গেছে তখন যদি আপনি ট্রেড করেন । তাহলে প্রফিট করতে পারেন Parabolic SAR দিয়ে । ফোরেক্স মার্কেট এ মনে রাখবেন যদি প্রফিট করতে চান তাহলে ট্রেনড বুঝার জন্য আপনাকে ত্রেণ্ড/দিক বুঝার জন্য ট্রেনড এর Indicator ব্যাবহার করতে হবে । তাই এই Parabolic SAR দিয়ে আগে এক মাস দেখেন কি ভাবে কাজ করে । তারপর আপনি আপনার সুবিধামত এই Parabolic SAR টা Strategy বানিয়ে নেন। তারপর দিন দিন ট্রেড করতে থাকেন তখন বুঝতে পারবেন । কখন ফরেক্স মার্কেট এ ট্রেড করলে এই Parabolic SAR দিয়ে ট্রেড করলে আপনার প্রফিট হবে ।

ফরেক্স শিখতে এই লিংক এ দেখতে পারেন

LEAVE A REPLY