আবেগ কিভাবে ক্ষতি করে ??

0
233

FOREX MARKET এর বড় শত্রু হচ্ছে আবেগ। ফরেক্স ট্রেডিংয়ে আবেগকে নিয়ন্ত্রণ জরুরী। কারণ আবেগ আমাদের বিভিন্নভাবে ক্ষতি করে। আবেগ বা Emotion হলো মানসিকতার বিভিন্ন অবস্থা।মানুষ কখনো খুব খুশী হয়, আনন্দে লাফিয়ে ওঠে,কখনো উত্তেজিত হয়,কখনো বিষন্ন,বিদ্বেষ পোষণ করে আবার কখনো ক্ষুব্ধ হয় ,মানুষের এই আনন্দ-বেদনার প্রকাশের যে উপায়-এগুলোই হচ্ছে আবেগ। যেমন-রাগ,হতাশা,দুশ্চিন্ তা,মানসিক চাপ ও ভয় ইত্যাদি। আবেগ দিয়ে যে কোন সিদ্ধান্তই ভূল হওয়ার সম্ভাবনা বেশী। সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। অন্যদিকে প্রভাবিত করে। আবেগকে নিয়ন্ত্রণে রাখতে না পারলে ফরেক্সের পাশাপাশি নিজের শরীরের ও ক্ষতি করে। যেমন-রাগ লিভারের ক্ষতি করে,হতাশা ফুসফুসের ক্ষতি করে,দুশ্চিন্তা পাকস্থলীর ক্ষতি করে,মানসিক চাপ হার্ট ও ব্রেনের ক্ষতি করে এবং ভয় কিডনীর ক্ষতি করে। সুতরাং নিজেরা সুস্থ এবং ফরেক্সে ভাল কিছু করতে হলে অবশ্যই আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এই Post তে আপনার দের জীবন এর কিছু সমাধান ও পাবেন।

EARN MONEY NOW

LEAVE A REPLY