Instant withdraw কি ভালো ?

0
174

আজকের Topic হচ্ছে Instant withdraw নিয়ে। Instant withdraw কি ভালো ? আমরা অনেকেই Instant withdraw এর কথা চিন্তা করি। আসলে এমন চিন্তা করা কি ফরেক্স মার্কেট এ ট্রেড এর জন্য ভালো হবে? যে কেও এমন চিন্তা করতেই পারেন । তবে জেনে রাখা ভালো ভালো ফরেক্স Broker গুলো Instant withdraw দেয় না। আমরা যখন ব্যাবসা করি তখন হিসাব থাকে মাস শেষে। অথবা আমরা যখন চাকরি করি তখন বেতন পাই মাস শেষে। তাহলে ফরেক্স মার্কেট এ কেনো Instant withdraw খুজি। অনেকের উত্তর হচ্ছে এমন। আমার Instant withdraw প্রোয়োজন এই কারনে । আমার বিশেষ কারন এ টাকা টা প্রোয়োজন। কারন থাকতেই পারে। সব ফরেক্স broker ই চেষ্টা করে সাথে সাথে Withdraw দেওয়ার জন্য। তবে ভালো ফরেক্স broker গুলো Withdraw 1 day পরে দেয়। যারা ফরেক্স থেকে মাসে কিংবা সাপ্তাহিক টার্গেট থাকে, অথবা Professional trade করেন তাদের Withdraw Instant নিয়ে চিন্তা থাকে না। যদি প্রশ্ন করা হয় আপনার, Instant withdraw ভালো লাগে না? উত্তর টা হচ্ছে আমার টার্গেট , আমার টার্গেট থাকে মাস এর শেষে। তাই আমি Instant withdraw নিয়ে চিন্তা করি না। আমি ও এমন Forex broker এ ট্রেড করতাম , যারা instant withdraw দিতো । তবে প্রফিট করতে পারতাম না। পরে জানতে পারলাম Forex broker থেকে Withdraw bank এ জেতে কয়েকদিন সময় লাগে। তাহলে আমরা কেনো Instant withdraw নিয়ে চিন্তা করব। World এর নামিদামি Forex Broker গুলো Withdraw জানলাম। ওরা কেও Instant withdraw দেয় না। আর এই বিষয় নিয়ে কেও চিন্তা ও করে না। আপনার withdraw টা ১ দিন এ হলে , আপনি প্রতিদিন Withdraw দিতে পারছেন । তাই প্রতিদিন Withdraw দিতে পারেন। তবে এখন বছরের এর শেষ সময়। অনেক ভালো Forex broker এর Worker vacation এ আছে । তাই vacation এ withdraw 4 hours থেকে ৬ hours লাগতেই পারে।

ভালো থাকুন সবাই ২০২০ সাল শেষ হতে আর বেশি সময় নাই।

OPEN AN ACCOUNT

LEAVE A REPLY