বেশী প্রাকটিস করলে কি ভাল ট্রেডার হওয়া যায়

0
337

প্রবাদে আছে না বুঝে মুখস্থ করার অভ্যস প্রতিভা কে নষ্ট করে । না বুঝে যতই প্রকটিস করেন তাতে আপনার বিন্দু মাত্র সাফল্য আসবে না । আমাদের ফরেক্স করতে হলে অবশ্যই জেনে বুঝে ট্রেড করতে হবে তা না হলে আপনার আমার লাভ তো দুরের কথা আসল টাকাও থাকবে না। আমার মতে ডেমো ট্রেড বেশি বেশি করা উচিৎ ফরেক্স ট্রেডিং সম্পকে জানতে। তারপর যখন আপনি ফরেক্স সম্পর্কে বুঝতে পারবেন। তখন বুঝে practise করলেন। যখন আপনি মনে করবেন , এখন আপনি ফরেক্স থেকে টাকা আয় করতে পারছেন । তখন আপনি Real account এ Invest করতে পারেন। তবে Real account এ Invest করার আগে অবশ্যই আপনাকে ভালো করে ফরেক্স শিখতে হবে। সেটা হতে পারে আপনি কারো কাছ থেকে শিখলেন । অথবা নিজে নিজে। যদি ও অনেক ট্রেডার নিজে নিজে ফরেক্স শিখতে কষ্ট হয়ে থাকে তাই। ফরেক্স Teacher এর কাছে থেকে ফরেক্স শিখে থাকেন। আসা করি বুঝতে পারছেন ফরেক্স শিক্ষার পর Real account এ ট্রেড শুরু করবেন।

ধন্যবাদ

LEAVE A REPLY