0
387

ফরেক্স এ নতুন দের জন্য কিছু কথা
আমাদের জীবন টা ফরেক্স মার্কেট এর মতই বা হয়ত ফরেক্স মার্কেট আমাদের জীবনের মত। এইখানে ছোটবেলায় অনেক স্বপ্ন দেখানো হয়, মার্কেটে সবার স্বপ্ন হয়ত একটাই হয় অনেক বেশী টাকা উপার্জন করা। সবাই ছোট বেলায় ডাক্তার ইঞ্জিনিয়ার আর পাইলট হইতে চাইলেও সবাই পারে না। না পারাটাই স্বাভাবিক। এইখানেও ৫% লোক সফল হয়। বাকিরা খাদে না পড়লেও এই মার্কেটে থাকে না ঠিক যেমন স্বপ্ন ভঙ্গ হবার পরেও বাঁচার জন্য অন্য স্বপ্ন নিয়ে বেঁচে থাকা, তাদের অবস্থাও তাই। একসময় সবাই যেমন ঘুরে দাঁড়ায় ঘুরে দাঁড়ায় সেই লুজার ব্যাক্তিও। জীবনে সফল মানুষদের আমি নি:স্ব হতে দেখছি। ফরেক্স এও খোজ করলে পাওয়া যাবে। ছোট বেলায় যেমন শেখার সময় বলা হত পড় বাবা একদিন অনেক বড় হতে হবে। ফরেক্স এও বলা হয় না শিখে ট্রেড করতে এস না।
ডিং প্লাটফরম এমটি ৪ তো দূর্দান্ত ভাবে মিলে জীবনের সাথে। প্রথমেই আসি টাইমফ্রেম এ। ছোট ছোট টাইমফ্রেম এ ট্রেড করে অনেক মজা, যদি লাভ হয়। এই লাভ টাকে আমি জুয়ার মতই দেখব। হ্যাঁ অনেক ভাল স্ক্যাল্পার আছে তাদের কিন্তু আবার জুয়ারি বলা যাবে না। সফল জুয়ারি আমার কাছে আর্টিস্ট এর মত।( A caculated risk is never gambling)। যাই হোক টাইমফ্রেম এ ছিলাম। বলছিলাম ছোট টাইমফ্রেম এর কথা, এই টাইমফ্রেম এ ট্রেড করে সুখ পাওয়া যায়। অনেকটা জীবনের এডভেঞ্চার এর মত। রিস্ক ই এডভেঞ্চার এর আসল মজা তাই না। মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি হল নিজেকে এডভেঞ্চার এর সন্মুখিন করা। ছোট টাইমফ্রেম তা দিচ্ছে আপনাকে।আর যদি এই রিস্ক নেয়ার মত ট্রেনিং আপনার না থাকে তাহলে আপনি বরং অন্য কিছু করেন। এইখানে টিকে থাকাই সবচেয়ে বড় এডভেঞ্চার। 
.
.
তারপর আসি মাঝারি টাইমফ্রেম এ। এই টাইমফ্রেম টা অনেক টা আমাদের স্কুল এর সাময়িক পরীক্ষার মত। প্রথমে একটা সিলেবাস নাও। (ছোট ছোট এনালাইসিস) এইজন্য টিচার এর কাছে যাও তবে একজন টিচারের কিন্তু ভুল হইতেই পারে তাই তোমার সব যাচাই করেই পড়া উচিত। (ইন্ডিকেটর)। এইটা কিন্তু স্কুল এর সাময়িক পরীক্ষা মনে রেখ এইটা তোমার ভার্সিটির ক্লাস টেস্ট বা সেমিস্টার ফাইনাল ( অনেকের ক্ষেত্রে) না যে একরাত পড়বা তারপর ভুলে যাবা। এই টাইমফ্রেম এর ট্রেড দিয়ে অভিজ্ঞতা বাড়াতে হবে ঠিক যেমন ২য় সাময়িক এ ১ম সাময়িক এর সিলাবাসও থাকা।
.
.
তারপর আসি বড় টাইমফ্রেম এ। আচ্ছা আজ থেকে যদি আমরা পেছনের দিকে তাকাই তাহলে কি দেখতে পাব না যে আমরা প্রকৃতির কাছে সবসময় অসহায় ছিলাম এর বিরুদ্ধে আমরা যতবার গিয়েছি ততবার আঘাত ডেকে আনছি আমাদের জন্যই। তাই আমরা চেস্টা করেছি প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে। এবং সফল হয়েছি। ( The Trend is your friend).তাই বাপু বড় টাইমফ্রেম এই ট্রেড শিখ। প্রথমে কস্ট লাগবে কিন্তু মনে রাখতে হবে ডারউইন এর সেই অমর বানী ( The Fittest will survive).
.
আমরা ছোটবেলায় শিখেছি লোভে পাপ পাপে মৃত্যু, এর সবচাইতে উৎকৃষ্ট উদাহরন বোধহয় ফরেক্স মার্কেটেই পাওয়া যাবে। (টেক প্রফিট ব্যাবহার). আর আমরা শিখেছিলাম ২ পা ডুবায় দিয়ে পানির গভীরতা মাপতে যাওয়া বোকামি( স্টপ লস, মানি ম্যানেজমেন্ট )
.
.
.
আমরা শিখছিলাম যে ব্যাক্তি নিজের বুদ্ধিতে চলে সে ভুল করে প্রচুর কিন্তু শিখে আর আনন্দও পায় সবচেয়ে বেশী আর ছোট বেলায় সার্কাসের হাতির গল্প শুনেছি নিশ্চয়ই ঐ যে ছোট বেলায় শেকল দিয়ে বেঁধে রাখার পর যখন সেই হাতি বড় হয় তখন বুঝতেও পারে না যে সেই শেকল ছেড়ার শক্তি তার আছে( অন্যের সিগনাল ব্যাবহার করা)।
.
.
পড়েছিলাম একসাথে যে সব কিছু করতে চায় সে আসলে কিছুই পারে না( ১-৩ টার বেশী পেয়ারে ট্রেড করা)।
.
.
ব্রুস লি বলেছিলেন আমি সেই একটা স্টেপ কে ভয় পাব যা কেও হাজার বার চর্চা করেছে সেই হাজার স্টেপ কে না যা কেও মাত্র একবার চর্চা করেছে( নিজের দাঁড় করানো স্ট্র‍্যাটিজি যা হাজার বার চর্চা করা)।
.
.
ইংলিশ একটা প্রবাদ আছে, “Hope for the best and prepare for the worst” (আপনি সবসময় লাভ করবেন না, লস হলেও তার জন্য ও মানসিক ভাবে তৈরী থাকুন)। মার্কেট আপনার ইচ্ছা অনুযায়ী চলবে না কখনোই। আপনাকে চলতে হবে মার্কেট এর ইচ্ছা অনুযায়ী। 
.
.
আপনার হয়ত মনে হবে এইখানে কত মানুষ কত সুন্দর সুন্দর এনালাইসিস করে বলে দিচ্ছে আগামী প্রাইস এর মুভমেন্ট। আপনি তো পারছেন না। আপনি কি মনে করছেন তারা অনেক ট্যালেন্টেড আর আপনি কিছুই পারেন না? আচ্ছা বলেন তো আপনি কতক্ষন সময় দিয়েছেন এনালাইসিস শিখার জন্য? আপনি বোধহয় জানেন না (Hardwork beats talent when talent does not work hard). আপনি স্বপ্ন দেখছেন এত এত ডলার ইনকাম করবেন অথচ পরিশ্রম করতে নারাজ তাহলে বরং অন্য রাস্তা দেখুন এইখানে আনলিমিটেড ইনকাম করা যায় কিন্তু এইটা জুয়ার আসর না। 
.
.
পড়েছিলেন “গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন”। একটা রোবট এর হাতে নিজের মূলধন তুলে দেয়ার মত কোন লজিক দেখি না আমি। আর আপনার প্রফিট হলে মাসে অবশ্যই কিছু টাকা উত্তলন করে নেন। 
.
.
জীবনের জন্য টাকা টাকার জন্য জীবন না। ট্রেডিং এর সময় ভুলে যাবেন না আপনার উপর কিছু মানুষের হক আছে। তাদের কে সময় দিন। গবেষনায় দেখা গেছে স্যোসাল স্কিল আইকিউ বৃদ্ধিতে সহায়ক। স্যোসাল থাকুন, এতে বরং আপনার ট্রেডিং এর স্ট্রেস কমবে। 
.
.
আসলে আমি Quotes পছন্দ করি। লেখাটা আমার মনে হয় বিগিনার দের জন্য কাজে দিবে আমি চেস্টা করেছি সহজ ভাবে উপস্থাপন করতে। কোন ধরনের ত্রুটি থাকলে জানাবেন। আর আমি কাউকে উদ্দেশ্যমূলক ভাবে কিছু বলার চেস্টা করি নাই। 

LEAVE A REPLY