বেশির ভাগ সময়ই ফরেক্স মাকের্টে সকল ট্রেডারদের জন্য লোভ সবচেয়ে বিপদজনক ইমোশান হিসেবে কাজ করে থাকে । লোভ আপনাকে এমন অবস্থায় নিয়ে যাবে যে আপনি বুঝার ক্ষমতা হারাবেন যে মার্কেট আপনাকে কি বলতে চাইছে । আপনি তখন অহেতুক মাকের্ট এনালাইসিস করবেন ও যুক্তিহীনভাবে একের পর এক টেড এন্টি নিতে শুরু করবেন ।
ফরেক্স মার্কেট থেকে বেশি টাকা আয় করতে চাইলে , আপনাকে প্রথমে লোভ টা ত্যাগ করতে হবে। যেমন আজকের টার্গেট এর ২০০$ ডলার আয় করেছেন ফরেক্স মার্কেট থেকে। এখন যদি আপনি আবার ফরেক্স মার্কেট এ লোভ এর কারন এ ট্রেড নেন, তাহলে আপনার লস হতে পারে। আর এই কারন এ বেশিভাগ মানুষ লস করে থাকেন। তাই লোভ টা কে ত্যাগ করুন প্রথমে । তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে প্রতিদিন আয় করতে পারবেন।