ফরেক্স মাকেটে অনেক ধরনের টাইম ফ্রেম রয়েছে যেমন:১ মিনিট,৫ মিনিট,১৫ মিনিট,৩০ মিনিট,১ ঘন্টা,৪ ঘন্টা,১ সপ্তাহ,১মাস।এই সব টাইমফ্রেম গুলোকে শট টাইম এবং লং টাইমে বিভক্ত করা হয়েছে।আমার মতে শট টাইমের চেয়ে লং টাইমে ঝুকি কম খাকে।তবে আপনি যদি লং টাইম ফ্রেমে ট্রেড করতে চান তাহলে আপনাকে মার্কেট সমন্ধে অনেক অভিজ্ঞতা থাকতে হবে। লং টাইম ফ্রেম এ ট্রেড করতে হলে আপনাকে ১ টা ট্রেড নিতে হবে। হয়তো take profite hit করবে না হয় , Stop Loss hit করবে। লং ট্রেড এ ঝুঁকি কম হিসেবে ধরা হয়। যেমন আপনি যদি Moneymanagement Follow করে ট্রেড করেন, তাহলে ট্রেড এ প্রফিট হবে আর যদি প্রফিট না ও হয় লস কম হবে। আর তাই অনেকেই মনে করেন লং টাইমফ্রেম এ ঝুঁকি কম। লং টাইম ফ্রেম টা দেখলে মার্কেট সম্পর্কে কিছুটা ধারনা পাওয়া যায়। তাই আপনি ট্রেড শুরু করার আগে লং টাইম ফ্রেম দেখে নিবেন। তাহলে কিছু ভালো ধারানা পাবেন।
Block title
Latest article
কোনটি পছন্দ করেন, শর্ট টাইম ট্রেডিং নাকি লং টাইম ট্রেডিং?
শর্ট টাইম ট্রেড করতে হলে আপনাকে অনেক বেশি এ্যানালিসিস করতে হবে এবং তাৎক্ষনিক সিদ্ধান্ত নিয়ে একটি ট্রেড করতে হবে। যাতে করে...
ফরেক্স থেকে অর্জিত আয় আমাকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে সহায়তা করে
অনেকেই ফরেক্স মার্কেট থেকে টাকা আয় করে তাদের আর্থিক সমস্যা গুলো সমাধান করতে পারছে। তাই আমিও এমনটা মনে করি যে, জীবনে পরিবর্তন...
ফরেক্স এ আমরা কিভাবে লোকসান কমাতে পারি
ফরেক্স থেকে লোকসান দূর করতে হলে আমাদের কিছু টিপর্স অবলম্ব করে মেনে কিছু কিছু ব্যাপারে ট্রেড করার সময় সতর্ক থাকবেনঃ