লং টাইমফ্রেমে ঝুকি কম।

0
254

ফরেক্স মাকেটে অনেক ধরনের টাইম ফ্রেম রয়েছে যেমন:১ মিনিট,৫ মিনিট,১৫ মিনিট,৩০ মিনিট,১ ঘন্টা,৪ ঘন্টা,১ সপ্তাহ,১মাস।এই সব টাইমফ্রেম গুলোকে শট টাইম এবং লং টাইমে বিভক্ত করা হয়েছে।আমার মতে শট টাইমের চেয়ে লং টাইমে ঝুকি কম খাকে।তবে আপনি যদি লং টাইম ফ্রেমে ট্রেড করতে চান তাহলে আপনাকে মার্কেট সমন্ধে অনেক অভিজ্ঞতা থাকতে হবে। লং টাইম ফ্রেম এ ট্রেড করতে হলে আপনাকে ১ টা ট্রেড নিতে হবে। হয়তো take profite hit করবে না হয় , Stop Loss hit করবে। লং ট্রেড এ ঝুঁকি কম হিসেবে ধরা হয়। যেমন আপনি যদি Moneymanagement Follow করে ট্রেড করেন, তাহলে ট্রেড এ প্রফিট হবে আর যদি প্রফিট না ও হয় লস কম হবে। আর তাই অনেকেই মনে করেন লং টাইমফ্রেম এ ঝুঁকি কম। লং টাইম ফ্রেম টা দেখলে মার্কেট সম্পর্কে কিছুটা ধারনা পাওয়া যায়। তাই আপনি ট্রেড শুরু করার আগে লং টাইম ফ্রেম দেখে নিবেন। তাহলে কিছু ভালো ধারানা পাবেন।

Open an account

LEAVE A REPLY