রিয়েল ট্রেড কখন করবেন?

0
198
Stock trading concept with businessman on a dark blue background

নতুনদের রিয়েল একাউন্টে ট্রেড করার পূর্বে অবশ্যই ডেমো একাউন্টে ট্রেড করা উচিত।

ফরেক্স এ ট্রেড বুঝতে গেলে ডেমো তে ট্রেড করুন। কিছুদিন ডেমো তে ট্রেড করতে পারেন। কিছু বিষয় বুঝার জন্য ডেমো ট্রেড অত্যাবশক। যেমন কি ভাবে ট্রেড শুরু করেন ? কখন বন্ধ করে? কোন টাইম ফ্রেম এ ট্রেড করতে হয়? টাইম ফ্রেম কি? আপনি যখন ডেমোতে ট্রেড করবেন তখন বুঝতে পারবেন। টাইম ফ্রেম কি? কিছুদিন ডেমোতে ট্রেড করলে এটা ও বুঝতে পারবেন। কোন টাইম ফ্রেম এ ট্রেড কেমন হয় প্রফিট আর লস হয়। তবে বেশীদিন আবার ডেমোতে আবার ট্রেড করবেন না। এতে প্রফিট এর থেকে লস হবে বেশী। যেমন আপনি ডেমোতে যতই প্রফিট করেন না কেনো , এই প্রফিট দিয়ে আপনার কিছু হবে না। কারন ডেমো Server এর টাকা তো আপনি withdraw দীতে পারবেন না। তাই দীর্ঘদিন ডেমো তে ট্রেড না করাই ভালো । অনেকেই দেখে থাকবেন ডেমো অ্যাকাউন্ট কে ১০ গুন করতে পারেন। কিন্তু রিয়েল অ্যাকাউন্ট এর সময় পারে না। আর তাই ডেমো অ্যাকাউন্ট এ Focus না করে , রিয়েল অ্যাকাউন্ট এ Focus করতে হবে। তাই ফরেক্স চার্ট টা বুঝার জন্য কিছু দিন ডেমোতে ট্রেড করতে পারেন তারপর রিয়েল অ্যাকাউন্ট এ ট্রেড করবেন।

ধন্যবাদ

Open an account

LEAVE A REPLY