ফরেক্স মার্কেট প্রাইস একশন বলতে কি বুঝায়?

0
849

ফরেক্স মার্কেট এ অনেকেই আছেন প্রাইস একশন এ আগ্রহ। প্রাইস একশন এ ট্রেড করতে চান বেশীর ভাগ ট্রেডার । কিন্তু অনেকেই বুঝেন না । প্রাইস একশন এ ট্রেড করতে হবে। তাই আজকে
প্রাইস একশন নিয়ে কথা বলবো ।
প্রাইস একশন করতে হলে আপনাকে প্রথম এ চার্ট পরিষ্কার রাখতে হবে। অর্থাৎ mt4 chart এ কিছু থাকতে পারবে না। চার্ট থাকবে খালি। কোন প্রকার ইনডিকেটর থাকতে পারবে না। শুধু লেভেল দেখার মাধ্যমে ট্রেড করা । আর সাথে
ট্রেন্ড ও সিগনাল দেখে ট্রেড করতে হয়। এই প্রাইস একশন এ ট্রেডিং সিস্টেম নিউজ দেখা হয় না । অর্থাৎ শুধু টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করা হয়। যারা লং ট্রেড করতে চান তাদের জন্য এই প্রাইস একশন খুভ ভালো কাজ করে । ফরেক্স মার্কেট এ প্রাইস একশন কাজ এর শেষ নাই।

তবে আপনি যদি চান লং ট্রেড করবেন । তাহলে আপনার জন্য সহজে এই প্রাইস একশন ভালো কাজ করবে।
বিশ্বের অভিজ্ঞ ট্রেডারগন এই প্রাইস একশন এ ট্রেড করে থাকেন। আপনি চাইলে তাদের সাথে মিল রেখে ট্রেড করতে পারেন। তাহলে আপনি ও ফরেক্স মার্কেট থেকে প্রতি ট্রেড এ ভালো প্রফিট করতে পারবেন। যে ভাবে উনারা প্রফিট করে থাকেন ফরেক্স থেকে। এই strategy টি মুলত Candle দেখে ট্রেড করতে হয় । যেমন আগের candle টি দেখে বুঝতে হয় পরের Candle কথায় যেতে পারে। সেই অনুযায়ীয় বুঝে ট্রেড করতে হয়। তার জন্য আপনাকে candle stick pattern শিখতে হবে। তাহলে আপনি প্রাইস একশন এ ট্রেড করতে পারবেন। আজকের জন্য এই পর্যন্ত ।

ধন্যবাদ।

ফরেক্স শিখতে এই লিংক এ দেখতে পারেন

LEAVE A REPLY