আমরা যখন ১০০০ ডলারের একাউন্ট এ ১ স্টান্ডার্ড লট সেল মারি তখন তখন আমরা আসলে ১ লক্ষ ডলার কিনলাম। এখন Usd যদি শক্তিশালী হয়ে নিচে নামে তাহলে আমরা পার পিপস ১০ ডলার প্রফিট করি। ১০০ পিপস নিচে আসলে ১০০০ ডলার প্রফিট করি। এখন মার্কেট যদি উল্টাদিকে যায়, বা Eur এর ভ্যালুটা যদি বাড়ে তাহলে ২০০ পিপস উপরে গেলেই আমাদের লস হবে ২০০০ ডলার এবং মার্জিন সহ যদি আমদের ২০০০ ডলার লসে যায় তখন অটো আমাদের ট্রেডটি ক্লোজ হয়ে একাউন্ট জিরো হয়ে যাবে। আর ট্রেড ক্লোজ হবার পর যদি মার্কেট নিচেও পড়ে তাতে আমাদের কোন লাভ নেই
তবে আপনি যদি leverage কম নেন তাহলে আপনার অ্যাকাউন্ট Zero হবে না। মনে করেন ১০০০ ডলার ইনভেষ্টে .০১ লটে ট্রেড দিয়ে আপনি কখনো একাউন্ট জিরো করতে পারবেননা। লস হবে কিন্তু জিরো হবেনা। তেমনি অভার প্রফিটও করতে পারবেননা।
যাক ফরেক্স মার্কেট এ যেমন লসের প্রচুর ঝুকিঁ আছে তেমনি প্রফিটেরও প্রচুর অপারচুনিটি আছে।
আপনি যদি কম প্রফিটে সন্তুষ্ট থাকেন তাহলে আপনি লেভারেজ কম ব্যবহার করবেন অথবা কম লটে ট্রেড করবেন।