ফরেক্স এ লাভ করার মূল মন্ত্র কি

0
408

ফরেক্স এ লাভ করতে হলে আপনাকে আগে ফরেক্স এর সকল নিয়ম কানুন জানতে হবে । আপনি ফরেক্সের যে কোন একটা বিষয় ভুল করলেও আপনার একাউন্ট যেকোন সময় জিরো হয়ে যেতে পারে।ফরেক্স এ ট্রেডের আগে আপনি যদি লাভ করতে চান ঐ ট্রেডে তবে কিছু কিছু বিষয় আপনাকে জেনেই ট্রেড এন্টি করতে হবে।এসব বিষয়গুলোর মধ্যে রয়েছে-মার্কেট এনালাইসিস করতে হবে।অর্থাৎ মার্কেট এর গতি কোন দিকে যাবে বাড়বে না কমবে এটা আপনাকে এনালাইসিস করে বের করতে হবে।এর জন্য আপনাকে টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস ও সেন্টিমেন্টাল এনালাইসিস করতে হবে এবং নিউজ দেখেই ট্রেড এন্টি করতে হবে।তা না হলে আপনি মার্কেটের গতি বুঝতে পারবেন না তখন বাই এ ট্রেড এন্টি করবেন না সেলে বুঝতে পারবেন না।ফলে ভুল ট্রেড এন্টি হয়ে যাবে এতে লস হবে।আপনার ব্যালেন্স অনুসারে ট্রেড এ লট হিসাব করে ট্রেড করবেন।আপনার ব্যালেন্স বেশি হলে লট বেশি নিতে পারেন কিন্তু ব্যালেন্স কম হলে যেমন ১০০ ডলার হলে এক্ষেত্রে আপনি ০.০১ লটে ট্রেড করবেন।মানি ম্যানেজমেন্ট টা খুব গুরুত্বপূর্ণ ট্রেডে।লোভে পড়ে কখনো ট্রেড এন্ট্রি করবেন না।আবার লস করলে সেই লস রিকভার করার জন্য কখনো বেশি লটে ট্রেড এন্ট্রি করবেন না তাহলে আরো বেশি লস হবে।আবেগে পড়ে কখনো ট্রেড এন্টি করবেন না।এইসব নিয়ম মেনে চললেই আমার মনে হয় একজন ট্রেডার লাভ করতে পারবে।এগুলোর কোনটা ভুল হলে ট্রেডে লাভ করা সম্ভব না। তারপর ও যদি আগে ফরেক্স ভালো করে শিখতে পারেন তাহলে ভালো হবে। ফরেক্স শিখে উপরের কথা মট ট্রেড করতে পারলে ভালো প্রফিট করতে পারবেন আসা করি।

LEAVE A REPLY