ফরেক্সে সর্বোচ্চ কতটুকু রিস্ক নেয়া উচিত??

0
232

আমরা সকলেই জানি, ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আমাদের রিস্ক নিতে হবে, তবে সেটা অবশ্যই মানি ম্যানেজমেন্ট তথা মূলধন ঠিক রেখে রিস্ক রেশিও নির্ধারণ করে নিতে হবে। বিজনেস এর ক্ষেত্রে রিস্ক নিতে হবে, অবশ্যই সেটা একটি সহনীয় মাত্রায় হতে হবে। আমি যদি আমার মূল ধনের অনুপাতের বেশি রিস্ক নিয়ে ট্রেড করি তাহলে লস করে যেকোনো সময় ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। মূলধন শেষ হয়ে গেলে পরবর্তীতে আর ট্রেড করার সুযোগ থাকবে না। আমার যদি ১০০ ডলার মূলধন থাকে তাহলে সর্বোচ্চ ১০% রিস্ক নেওয়া উচিত। তাতে করে কম রিস্ক থাকবে। ১০০ ডলার শূন্য হাতে প্রায় দশটি ট্রেডে আপনাকে লস করতে হবে। মনে রাখবেন একটি ভুল ট্রেড নিয়ে লস করার থেকে মুনাফাবিহীন থাকা অনেক ভালো। এর জন্য যদি আপনাকে একটি trade নিতে তিন/চার দিন অথবা এক সপ্তাহ অপেক্ষা করতে হয় তবে তাই করুন। আপনার মূলধন থাকলে ভালো ট্রেড অপারচুনিটি একসময় না একসময় অবশ্যই আসবে। তাই বলব কম রিস্ক নিয়ে ট্রেড করুন, মূলধন রক্ষা করুন এবং নিজেকে একজন সফল ট্রেডারে পরিণত করুন।

যেই রিস্ক নিলে আপনার ঘুম হারাম হয়ে যাবে , সেই রিস্ক নেওয়া যাবে না। আপনাকে মনে রাখতে হবে আপনি ও মানুষ । আপনার আবেগ আছে, আর তাই বেশি রিস্ক নিলে আপনি চিন্তায় থাকবেন কখন জানি অ্যাকাউন্ট টা খালি হয়ে যায় । তাই সব সময় চিন্তায় না থেকে সঠিক ভাবে TRADE করুন আর নিশ্নতায় থাকুন।

LEAVE A REPLY