দীর্ঘদিন একটানা নিয়মিত ডেমো প্র্যাকটিস নাকি সেন্ট অ্যাকাউন্ট ?

0
267

নিজেকে ফরেক্স মার্কেটে পরিপূর্ণ ও প্রতিষ্ঠিত ট্রেডার রূপে দাঁড় করানোর জন্য অত্যন্ত সুবিধাপূর্ণ ও নিরাপদ পদ্ধতি হচ্ছে দীর্ঘ দিন ব্যাপী বেশ কয়েকটি ডেমো সেন্ট account নিয়মিত একটানা ট্রেড করে যাওয়া৷লস হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটি মূল কারণ হচ্ছে দীর্ঘ দিন ব্যাপী আমরা একটানা নিয়মিত Trading account এ প্র্যাকটিস করতে চাই না৷ কারণ আমাদের সেন্ট অ্যাকাউন্টে প্র্যাকটিস করার মতো ধৈর্য্য থাকে না৷ আমরা সবাই মনে করি ফরেক্স মার্কেট আর অন্যান্য ব্যবসার মতো সহজ !!! তাই মাত্র কয়েকদিন ডেমো প্র্যাকটিস করেই আমরা অনেকেই রিয়েল একাউন্টে নিজের পকেটের টাকা দিয়ে ট্রেড করার জন্য অস্থির হয়ে ওঠি৷ Demo account এ আপনি ফরেক্স সম্পর্কে জানার জন্য ব্যাবহার করতে পারেন । তবে Demo account এ বেশী দিন ট্রেড করবেন না। এতে আপনার ভালো কিছু হবে না। কারন হচ্ছে Demo account এ আপনি যাই practice করেন না কেনো । তার Effect আপনার কিছুই হবে না। যদি টাকার সমস্যা হয়ে থাকে তাহলে আপনি সেন্ট অ্যাকাউন্ট এ ট্রেড করতে পারেন। সেন্ট অ্যাকাউন্ট ট্রেড করার অনেক সুবিধা পাবেন। আপনি Real market এর ট্রেড বুঝতে পারবেন। আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করা শিখতে পারেন। অনেকেই আপনাকে পরামর্শ দিবে Demo account এ ট্রেড করার জন্য । আমি বলব Long time Demo account এ ট্রেড করলে আপনার ক্ষতি হতে পারে। Demo account Trade করলে আপনি ফরেক্স সঠিক ভাবে শিখতে পারবেন না। আপনি যদি ফরেক্স ট্রেড সঠিক ভাবে শিখতে চান । তাহলে কিছুদিন Demo তারপর Real account এ ট্রেড করতে হবে। যদি টাকা সমস্যা হয় তাহলে সেন্ট এ ট্রেড করতে পারেন। সেন্ট অ্যাকাউন্ট এ ট্রেড করলে আপনার অ্যাকাউন্ট Zero হবে না যদি না আপনি Moneymanagement Follow করেন। আপনাকে প্রথমে শিখার জন্য যদি Balance হয় ১০০০ $ সেন্ট অ্যাকাউন্ট এ তাহলে আপনার Lot size হবে ০.০১ $ । আসা করি এখন বুঝতে পারছেন। এখন আর আপনার অ্যাকাউন্ট Zero হবে না বরং আপনি Profit করতে পারবেন। তাই ফরেক্স মার্কেট এ ট্রেড শিখতে গেলে আপনাকে আগে ফরেক্স শিখতে হবে প্রথম অবস্তায় কিছুদিন Demo account এ এবং পরে Cent account এ।

Account open

Forex trading account open

LEAVE A REPLY