চাকরির পাশাপাশি কি ট্রেড করা যাবে?

0
490

চাকরির পাশাপাশি ফরেক্স ট্রেড করতে পারবেন। যদি সকাল বেলা ট্রেড করেন তাহলে জাপানিজ সেশন পাবেন। আর অফিস আওয়ারে লন্ডন সেশন পাবেন আর অফিস থেকে বাসায় যাবার পর পাবেন নিউইয়র্ক সেশন। আর কোন সেশনে কোন কারেন্সী সেটা ধীরে ধীরে বুঝতে পারবেন। তবে আপনাকে বুঝে শুনে ট্রেড করতে হবে। কোনরকম প্রফিট টার্গেট বা উচ্চাশা থাকা যাবে না। থাকতে হবে টেনশন ফ্রি। গার্লফ্রেন্ডের/বউ এর সাথে রাগ করে সেই রাগ মনের মাঝে রেখে আপনি ট্রেডে বসলে নির্ঘাত লস করবেন।

মোটকথা নিজেকে রিল্যাক্স রেখে আপনাকে ট্রেড করে যেতে হবে। এটার কোন বিকল্প নেই। আর একটা কথা লসকে মেনে নেবার মানসিকতা তৈরি করতে হবে।

ব্যবসা মানে হচ্ছে স্বাধীন ।আর ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে সপ্তাহে দুই দিন বাদে যে কোন দিন যে কোন সময় ট্রেড করা যায় । চাকরির পাশাপাশি ফরেক্সে ট্রেড করতে পারেন ।তাছাড়া আপনি আপনার অবসর সময়েও ফরেক্সে ট্রেড করতে পারেন ।এতে কোন বাধা নেই ।

LEAVE A REPLY