ক্রস কারেন্সি পেয়ার বলতে কি বুঝায়

0
369

ফরেক্সে মেজর কারেন্সি পেয়ারগুলো হচ্ছে ডলার বেইজড। যেমনঃ eur/usd, gbp/usd, usd/jpy, aud/usd ইত্যাদি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেক কারেন্সির একটি হচ্ছে ডলার (usd)। ফরেক্সে যখন একটি কারেন্সি পেয়ারের দুটো কারেন্সির কোনটিই ডলার নয়, তখন তাকে বলা হয় ক্রস কারেন্সি পেয়ার বলে। ক্রস কারেন্সি পেয়ার দেখতে এরকম eur/jpy, gbp/jpy, eur/gbp । ক্রস কারেন্সি পেয়ারগুলো চলে আসায় অনেক সুবিধা হয়েছে ফরেক্স ট্রেডারদের।এখন অনেক বেশি কারেন্সি পেয়ার ট্রেড করা যায়। যদি আরো একটু সহজ করে বলি কারেন্সি পেয়ারের মাধ্যমে ফরেক্স মার্কেটে ট্রেড করা হয়। যদি এই কারেন্সি পেয়ারের কোনটিই ডলার না হয় তবে এই কারেন্সি পেয়ারকে ক্রস কারেন্সি পেয়ার বলা হয়।

ফরেক্স শিখতে এই  লিংক এ clik করুন

LEAVE A REPLY