এই বিষয় টা জানতে হবে, লস ছাড়া ট্রেডিং হয় না

0
17
এই বিষয় টা জানতে হবে, লস ছাড়া ট্রেডিং হয় না
এই বিষয় টা জানতে হবে, লস ছাড়া ট্রেডিং হয় না

এটা সঠিক যে, লস ছাড়া ট্রেডিং হয়না। ৩০% রিক্সে একটা লস খেলে পরবর্তীতে আপনাকে আপনার মোট অ্যাকাউন্টের ৪২.৮৫% লাভ করতে হবে শুধুমাত্র পূর্ববর্তী ট্রেডের ৩০% লস রিকোভার করার জন্য। আর এরকম পর পর ৪ টা লসেই আপনার অ্যাকাউন্ট হাওয়া। তাই রিক্স নেওয়ার সময় ঐ রিক্স থেকে যে ড্রডাউন হবে সেটা রিকভার করার প্লান নিয়ে ট্রেড করতে হবে। অন্যথায় দীর্ঘমেয়াদে কখনো লাভবান হওয়া সম্ভব নয়।

আপনি যখন ট্রেড শুরু করবেন , আপনার ট্রেড সাথে সাথে ই প্রফিট কিংবা লস হতে পারে। যখন দেখবেন আপনার Strategy বলছে কিছু লস এ গেলে ও লাভ হবে । তখন আপনি রিস্ক নিতে পারেন । তখন দেখবেন কিছু ট্রেড , যদি বেশি ট্রেড করেন ।তখন কিছু ট্রেড লস এ যাবে । আর Strategy ঠিক থাকলে। ঘুরে ফিরে লাভ এ আসবেই। তাই লস ছাড়া Forex Trading হয়না তাই Online earning করতে হলে Forex trading এ লাভ / লস টা জানা দরকার।

LEAVE A REPLY