আপনি কয়টি পেয়ার এ ট্রেড করেন?

0
376

আমার মতে আপনি সাধারণত ৩ থেকে ৪টি পেয়ার বাছাই করে নিতে পারেন ট্রেডিং করার জন্য কারণ যে কয়টি পেয়ার বাছায় করবেন তা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে ট্রেডিং পদ্ধতি পরিচালনা করতে হবে। আর সেগুলো থেকে আপনাকে লাভ করতে হবে। তবে এর চেয়ে একাধিক পেয়ার নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করা মোটেও উচিত হবে না। কারণ অধিক ট্রেড ওপেন করলে হয়তো আপনার এ্যাকাউন্ট ঝুকির মুখে পড়ে যেতে পারে। এজন্য আমি মনে করি দু একটি পেয়ারের উপর ট্রেড করাই ভাল হবে। আমি সাধারণত ৪টি পেয়ারের ট্রেড করে থাকি, যেমন: Eurusd, audusd, gbpusd, usdjpy। আর এই পেয়ারগুলোতে ট্রেড করে আমি অত্যন্ত সফল হয়েছি এজন্য আমি উক্ত পেয়ারগুলো পছন্দ করি সবচেয়ে বেশি। তবে আপনি যদি কোন একটি পেয়ার এ ট্রেড করে ভালো Result পান। তাহলে আপনার উচিত শুদু ওই একটি পেয়ার এ ট্রেড করা । তাই একটি পেয়ার এ ট্রেড করে ভালো Result পেলে আপনাকে একটি পেয়ার এ ট্রেড করাই উত্তম।

Open an account

LEAVE A REPLY