ফরেক্সে প্রায় প্রতিদিনই গুরুত্বপূর্ণ কিছু নিউজ রিলিজ হয়। আপকামিং নিউজ গুলো বিভিন্ন ব্রোকারের Economic Calender সেকশনে পাওয়া যায়। নিউজ রিলিজ হওয়ার পূর্বে বিভিন্ন প্রতিষ্টান সার্ভে করে কোন নিউজ কিরকম আসতে পারে তার একটা পূর্বাভাষ ভ্যালু (forecast) তৈরি করে। এসব প্রতিষ্টানে bloomberg, cnbc এর মত বড় বড় বিজনেজ নিউজ এজেন্সী থাকে। এই forecast ভ্যালুর চেয়ে actual খারাপ আসা মানে ঐ দেশের ইকোনমি খারাপ করছে , আর ঐ ভ্যালু থেকে ভাল করা মানে ঐ দেশের ইকোনমি ভাল করছে। নিউজ আসার সাথে সাথে প্রাইসের প্রচুর উঠানামা করবে। ফান্ডামেন্টাল থিওরী অনুযায়ী কোন দেশের ইকোনমি ভাল করছে এই খবর আসলে সাথে সাথে ঐ দেশের মুদ্রা বাড়তে থাকবে আবার ঐ দেশের ইকোনমি খারাপ করছে খবর আসলে উল্টা ঘটবে।
Block title
Latest article
ফরেক্স সফলতা চাইলে, করতে হবে কঠোর পরিশ্রম।
প্রবাদ আছে যে "পরিশ্রম সফলতার চাবিকাঠি"। ফরেক্স মার্কেটৈ প্রবাদটি একদমই উপযোগী কথা। ফরেক্স মার্কেটে সফল হতে হলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রমের মধ্য...
ফরেক্স এ মার্জিন কল কি ?
ফরেক্সে মার্জিন কল হল যখন আপনি কোন ট্রেড ওপেন করলেন তখন যদি আপনার সেই ট্রেডে লস্ থাকে এব্ং সেই লস্ যদি আপনার...
১০০ ডলার দিয়ে কত প্রফিট করা সম্ভব?
আমি মনে করি আপনি ১০০ ডলার দিয়া ১০০ লাভ করতে পারেন | তবে Forex Market যদি ভাল থাকে আমার মতে আপনার...